করুণাময় সিংহ, মালদা: গ্রামের রাস্তা খারাপ। ফলে বন্ধ হয়ে যাচ্ছে বিয়ে থেকে শুরু করে সমস্ত বড় অনুষ্ঠান। রাস্তার কারণে বিয়েই হচ্ছে না গ্রামের মেয়েদের। মালদা কালিয়াচক ১ নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের পাঠানটুলি গ্রামে দেখা যাচ্ছে এমনই ঘটনা। 


এই গ্রামের সঙ্গে সরাসরি যোগাযোগের কোনও রাস্তা নেই। দীর্ঘদিন ধরেই সেই কারণে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা। কোনও ঠিক রাস্তা না থাকায় কোনও মানুষ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়াও দুষ্কর হয়ে যায়। শুধু কি তাই? এরপর বর্ষার সমস্যা তো আছেই। বৃষ্টি পড়লেই গোটা এলাকা জলমগ্ন হয়ে যায়। 


বর্ষায় জমা সেই জল পেরিয়ে স্কুল ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ, সকলকে চলাচল করতে হয়। এরপর নয়া সমস্যা। গ্রামের সরাসরি রাস্তা না থাকায় এই গ্রামের মেয়েদের বিয়ে হচ্ছে না। গ্রাম পঞ্চায়েত সহ প্রশাসনের সকলকে জানানো হয়েছে সমস্যার কথা। কিন্তু এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও উদ্যোগ নেওয়া হয়নি, এমনটাই দাবি গ্রামবাসীদের।


এলাকা থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য এই সমস্যা ও অভিযোগের কথা স্বীকার করে নেন। এদিকে খারাপ রাস্তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় নেমেছে পদ্ম শিবির। মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুল হক বলেন, 'বিষয়টি আমাদের নজরে আসেনি। এই আর্থিক বর্ষেই ওই গ্রামের রাস্তা করা হবে।'


আরও পড়ুন: West Medinipur: কুকুরের পায়ে বেঁধে দেওয়া হল শব্দবাজি, বিস্ফোরণে অঙ্গহানি পোষ্যর


পুজোর আগেও দেখা যায় মালদার চাঁচলের বেহাল রাস্তা। দু’হাত অন্তর দেখা যায় খানা-খন্দ। চাঁচল থেকে তুলসিহাটা, তুলসিহাটা থেকে কুশিদার পাশাপাশি তরলতলা, কলেজ মোড়ের রাস্তার অবস্থাও দেখা যায় ভয়াবহ। মরণফাঁদ এড়িয়ে প্রাণ হাতে করে পথচলার ছবিও ধরা পড়ে। 


আরও পড়ুন: Purba Medinipur: ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতাকে খুনের ষড়যন্ত্র করেছিলেন শুভেন্দু অধিকারী! অভিযোগ তৃণমূলের, পাল্টা বিজেপির