করুণাময় সিংহ, মালদা: ফের বাজ পড়ে মৃত্যু কিশোরের। মালদার (Malda) হবিবপুরের ঘটনায় প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রের (student death)।


বাজ পড়ে মৃত্যু কিশোরের


বৃষ্টির সময় জমিতে আল বাঁধতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল অষ্টম শ্রেণির ছাত্রের। গতকাল অর্থাৎ শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরের বাঁকুইল গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বছর ১৪-র ওই কিশোরের নাম রুদ্র রায়। সে গতকাল তার কাকার সঙ্গে জমিতে কাজ করতে যায়। সেই সময় বাজ পড়ে। এরপর হাসপাতালে নিয়ে গেলে ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।


বর্ষা আসার সঙ্গে সঙ্গে বেশ কিছুদিন ধরেই রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটছে। কিছুদিন আগেই পুরুলিয়ায় বাজ পড়ে একদিনে মৃত্যু হয়েছে ৩ জন মহিলার। দিঘায় বেড়াতে এসে সমুদ্রে স্নান করার সময় বাজ পড়ে মৃত ২। জানা যায়, উত্তর ২৪ পরগনার কল্যাণী থেকে দিঘায় আসেন ওই ২ পর্যটক। সেখানেই অঘটন। এদিকে, শালবনিতে বাজ পড়ে মৃত ২ জন।


ক্ষণিকা ঘাটে সমুদ্রে স্নান করতে নেমে বজ্রাঘাতে মৃত্যু হয় দুই পর্যটকের। দুপুরের মেঘলা আবহাওয়ার মাঝে বাজ পড়ার জেরে কার্যত ঝলসে যায় তাঁদের শরীর। হালিশহর পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুগম পাল (২৪ ) ও কল্যাণীর বাসিন্দা শুভজিৎ পালের (২৫) মৃত্যু হয়। বজ্রাঘাতে আহত হন আরও একজন।


আরও পড়ুন: Partha Chatterjee: 'চোরেদের গল্প সিলেবাস থেকে হঠাতে হবে', ইতিহাস বই থেকে পার্থ প্রসঙ্গ বাদের দাবিতে বাম-বিজেপি


অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে বাজ পড়ে মৃত্যু হয় ২ জনের। দিন কয়েক আগে দুপুরে এক সময়ে ভারী বৃষ্টি হয়, সঙ্গে বজ্রপাত। সে সময় এই ঘটনা ঘটে। মৃতরা হলেন ১১ বছরের খাঁদু হাঁসদা এবং ৪২ বছরের আমেনা বিবি। খাঁদুর বাড়ি কর্ণগড়ের বালিজুড়িতে। পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে।