করুণাময় সিংহ, মালদা: মাঝ রাস্তায় ষাঁড়ের লড়াই। যার ফলে ভেঙে গেল বেশ কয়েকটি সবজির দোকান। যার জেরে আতঙ্কে পথচারীরা। রীতিমত আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। এমনই ছবি দেখা গেল মালদার হবিবপুর ব্লকের দাল্লা বাজারে। বৃহস্পতিবার সকালে দাল্লা বাজারে ষাঁড়ের সঙ্গে ষাঁড়ের লড়াইয়ে কমপক্ষে চারটি সবজির দোকান ভেঙে যায়। এছাড়াও মাল বোঝাই ভ্যান উল্টে যায়। এক গৃহস্থের বাড়ির বারান্দায় থাকা স্যালো উল্টে দেয় মত্ত ষাঁড়। যদিও কোনও আহতের খবর নেই। পথচারীরা প্রাণে বাঁচতে এদিক ওদিক ছুটোছুটি করতে থাকেন। গাড়িও আটকে পড়ে রাস্তায়। দুই ষাঁড়ের দাপাদাপির মধ্যে বাজারে আসা ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই সংকটের মধ্যে পড়ে যান। এই পরিস্থিতি চলে প্রায় ঘণ্টাখানেক। পরে যদিও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও গোটা ঘটনায় রীতিমত আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে এলাকার মানুষকে।
পাণ্ডুয়ায় বাস দুর্ঘটনা
হুগলির (Hooghly) পাণ্ডুয়ায় (Pandua) নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রী বোঝাই বাসের। গুরুতর আহত ৪ মহিলা যাত্রী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেসরকারি বাসটি পাণ্ডুয়া থেকে কালনা যাচ্ছিল। সকাল ১১টা নাগাদ পাণ্ডুয়ায় কুলটি রোডে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা মারে গাছ। চালককে আটক করেছে পাণ্ডুয়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে কুলটি রোড এলাকায়। জানা যায় পাণ্ডুয়া থেকে কালনা যাওয়ার রুটের বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় রাস্তা দিয়ে এক সাইকেল আরোহী যাচ্ছিলেন। তাঁকেও বাসটি ধাক্কা মারে। এরপরই সেই বাসটি একটি মোটরসাইকেলেও ধাক্কা মারে। শেষে একটি তালগাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়।
বাসের এক মহিলা যাত্রী বলছেন, ''পাণ্ডুয়া থেকে কালনা যাচ্ছিলাম।হঠাৎ করেই বাসটা তালগাছে ধাক্কা মারল। তালগাছটার জন্যই আমরা বেঁচে গেলাম না হলে বাস উল্টে পড়তো নয়ানজুলিতে তখন আমরা হয়ত সবাই মারা যেতাম।'' আতঙ্কের রেষ তখনও কাটেনি বাসযাত্রীদের। আরও এক মহিলা বাসযাত্রী বলেন, ''বোসপাড়ার কাছে চাকা সারিয়ে বাসটি ছেড়েছিল। এরপরই কুলটির কাছে আসতেই দুর্ঘটনা ঘটল। বাস চালক ভীষণ জোড়ে বাস চালাচ্ছিলেন। এখনও আমার হাত, পা কাঁপছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলাম।'' ইতিমধ্যেই চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।