করুণাময় সিংহ, কালিয়াচক (মালদা) : প্রতিদিনের মতোই ডিউটি করছিলেন। সেই সময় এক সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteer) মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে মালদা (Malda) জেলার কালিয়াচক থানার নওদা যদুপুর এলাকায় ঘটনাটি ঘটে। এর জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। আহত সিভিক ভলান্টিয়ার এই মুহূর্তে মহঃ শহিদুর রহমান মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কালিয়াচক থানার মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।


পুলিশ সূত্রে জানা গেছে, গতরাতে নওদা যদুপুর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাছে ডিউটি করছিলেন শহিদুর। সেই সময় জনা সাত-আটেক দুষ্কৃতী এসে ওই এলাকায় জড়ো হয়। কী কারণে অত রাতে এত লোক জমায়েত করেছে, তা জানতে চান শহিদুর। আর তা জিজ্ঞাসা করতেই হামলা চালানো হয় ওই সিভিক ভলেন্টিয়ারের উপর। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।


আরও পড়ুন ; তৃণমূলকর্মীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে


এরপর তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। সেই সময় ভয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহত শহিদুরকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে ভোররাতে তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই সিভিক ভলান্টিয়ার।


কী কারণে এই হামলা, হামলার সাথে কারা যুক্ত তা খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ।


প্রসঙ্গত, দিনকয়েক আগেই কোচবিহারের তুফানগঞ্জে সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগে তৃণমূল প্রধানকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের উদ্যোগে তুফানগঞ্জের এসএসএ ময়দানে ফুটবল ম্যাচ চলছিল। পুলিশ সূত্রে খবর, মেডিক্যাল ক্যাম্পে বসে ধূমপান করছিলেন অন্দরন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধরণীকান্ত বর্মন। অভিযোগ, সিভিক ভলান্টিয়ার শহিদুল সরকার বাধা দেওয়ায়, তাঁকে হুমকি দেন প্রধান। এরপর সন্ধেয় দলবল নিয়ে সিভিক ভলান্টিয়ারের বাড়ি লাগোয়া দোকানে গিয়ে ভাঙচুর চালান। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টিও হয় বলে অভিযোগ। তৃণমূল প্রধান-সহ ১০ জনকে গ্রেফতার করে তুফানগঞ্জ থানার পুলিশ।