অভিজিৎ চৌধুরী ও করুণাময় সিংহ, চাঁচল: উত্তরবঙ্গের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় রহস্যের দানা বেঁধেছে। প্রায় তিন সপ্তাহ আগে বেঙ্গালুরুতে কাজের জন্য যান মালদার চাঁচল থানার গোবিন্দপাড়ার পশ্চিমপাড়ার যুবক রবিন যুগি। বৃহস্পতিবার সন্ধে নাগাদ খবর আসে মৃত্যু হয়েছে ২১ বছরের ওই যুবকের। পরিবার সূত্রে খবর, ফোন না থাকায় যোগাযোগ করা যায়নি গত কয়েক সপ্তাহ।


পরিবার সূত্রে জানা গিয়েছে, সপ্তাহ তিনেক আগে ঠিকাদারের অধীনে নির্মাণের কাজে বেঙ্গালুরু যান রবিন যুগি। যুবকের ফোন ছিল না বলে যাওয়ার পরে বাড়িতেও যোগাযোগ হয়নি। এরই মধ্যেই বৃহস্পতিবার সন্ধেয় গ্রামের বাড়িতে খবর আসে মৃত্যু ঘটেছে যুবকের। আত্মঘাতী হয়েছে বলে ঠিকাদার সংস্থার তরফে দাবি করা হয়েছে। যদিও আত্মহত্যার  ঘটনা মানতে নারাজ পরিবার। পরিবারের দাবি, ছেলেকে খুন করা হয়েছে। ঘটনা তদন্ত  করে অভিযুক্তের কঠিন শাস্তির দাবি করেছে মৃত শ্রমিকের মা পুতুল যুগি।


আরও পড়ুন: পাঠ্যক্রম জানাতে উদ্যোগ, বিশেষ পোর্টাল খোলার ভাবনা শিক্ষা দফতরের


ঠিকাদার সংস্থার দাবি উড়িয়ে মা পুতুল যুগি বলেন, “ছেলে কোনও নেশা করত না। কোনও সম্পর্কেও ছিল না। লকডাউনের পরে এলাকায় কাজ নেই। বাড়ির অভাব অনটন দেখেই ছেলে বিল্ডিং-এর কাজ করতে যায় ভিনরাজ্যে। এইভাবে ছেলের মৃত্যুর খবর মেনে নেওয়া যায় না। ছেলেকে খুন করা হয়েছে।’’ গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দেহ আনার জন্য শুক্রবার সকালে বেঙ্গালুরুর উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন বড় দাদা ও মৃতের বাবা শম্ভু যুগি। ছোটো ছেলেকে শেষ দেখার অপেক্ষায় পরিবারে বইছে কান্নার রোল।


এদিকে পরপর দুটি মেয়ে হওয়ায় গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। মালদার ইংরেজবাজারের ঘটনা। পরিবার সূত্রে খবর, বছর তিনেক আগে বিয়ে হয় ২২ বছরের তরুণীর। দেড়বছর ও ৮ মাসের দুটি মেয়ে রয়েছে দম্পতির। গৃহবধূর পরিবারের অভিযোগ, পরপর দুটি মেয়ে হওয়ায় অত্যচারের মাত্রা বাড়ে। গতকাল রাতে রান্না করার সময়, স্বামী ও শাশুড়ি চড়াও হয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন গৃহবধূ। স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক। 


আরও পড়ুন: Telugu Dipak: মেলেনি পর্যাপ্ত প্রমাণ, বেকসুর খালাস মাওবাদী নেতা তেলুগু দীপক