করুণাময় সিংহ, মালদা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে জেলায় জেলায় আধার কার্ড বাতিল (Aadhaar Card Cancelation)। এবার সীমান্তবর্তী গ্রামে এল আধার বাতিলের চিঠি। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর ব্লকে এই ঘটনায় জানাজানি হতেই বুধবার সকাল থেকে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
হবিবপুর ব্লকের আইহৈ গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী বকশিনগর খোট্টাপাড়া এলাকার পরিবারের তিন সদস্যের কাছেই আধার কার্ড বাতিলের চিঠি এসে পৌঁছেছে। আর তাতেই দুশ্চিন্তার কালমেঘ ঘনিয়ে এসেছে ওই পরিবারে । এই অবস্থায় তারা কি করবেন কিছুই বুঝতে পারছেন না। একইভাবে আধার বাতিলের চিঠি পৌঁছেছে হবিবপুরের আদমপুর এলাকায় কৃষ্ণ দাসের পরিবারে।
কৃষ্ণ দাস জানিয়েছেন,ওই চিঠির বয়ানে লেখা রয়েছে উপযুক্ত নথি না থাকায় আধার কার্ড ‘ডিঅ্যাক্টিভেট' করা হয়েছে। আমাদের রেশন কার্ড, প্যান কার্ড ব্যাঙ্কের বই সব রয়েছে। আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করেছি । তখনো কোনও সমস্যা হয় নি। হঠাৎ করে কী ঘটল, বুঝতে পারছি না। রীতিমতো ভোটার কার্ড , আধার কার্ড, প্যান কার্ড সব রয়েছে আমাদের। কিন্তু কেন হঠাৎ করে এই চিঠি আসল ? তা নিয়ে চিন্তায় ভেঙে পড়েছে ওই পরিবার।এদিকে এই আঁধার কার্ডের চিঠি হাতে পাওয়াতে চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন বকশিনগর খোট্টাপাড়া এলাকার ও আদমপুর এলাকার বাসিন্দারা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কেন্দ্রের মোদি সরকারের এনআরসি'র বিল লাগু যাতে না করা হয়, সে ব্যাপারে প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও হঠাৎ করে মালদার হবিবপুরে এরকম আধার কার্ড বাতিলের চিঠি আসায় এখন বিভিন্ন পরিবারের মধ্যেও নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। বকশিনগর খোট্টাপাড়া এলাকার আঁধার বাতিলের নোটিশ প্রাপক পরিবার সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার ডাকযোগে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে। তাতেই আতঙ্কে রয়েছেন তাঁরা।
জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, 'যদি কোনও ভুল থাকে তাহলে সংশোধনের প্রয়োজন আছে। তবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রে যে বিজেপি সরকার লাগাতার ভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যার ফলে আজকে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। আধার কার্ড বাতিল করে দেওয়া হবে। বহিরাগত বলা হবে। যাতে করে মানুষ ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে যায়। বিজেপির দালালগুলি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সেই দালালগুলি এলাকায় গিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যদি কার্ড বাতিল করে, রাজ্য সরকার এই মানুষের পাশে থাকবে। যতই তারা এই ধরণের ষড়যন্ত্র করুক। রাজ্য সরকার এদের পাশে থাকবে।
বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক গৌড় চন্দ্র মন্ডল বলেন,আমাদের বিরোধী দলনেতা বলে দিয়েছে কারও আধার কার্ড বাতিল হবে না। কোথাও কোনও ট্যাকনিক্যাল ফল্ট আছে কোথাও গন্ডগোল আছে সেই জন্য তার ইনকোয়োরি আছে এটা নিয়ে পশ্চিমবঙ্গের মাননীয়া রাজনীতি করছে। এটা ঠিক করে দেওয়া হবে। সন্দেশখালির ঘটনাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আধার কার্ড রাজনীতি করছে।'
আরও পড়ুন, বাইরে বের হলেই জ্বালা ধরাচ্ছে রোদ ? স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস
সম্প্রতি শুভেন্দু অধিকারী সোশ্যাল পোস্টে জানিয়েছেন, 'আধার কার্ডের রাঁচি আঞ্চলিক দফতরের ভুলে সমস্যা তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সমস্যা মিটে যাবে।' পাশাপাশি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, যাঁদের আধার কার্ড ডি অ্যাক্টিভেট হয়েছে, তাঁদের জন্য আলাদা ই মেল আইডি, হোয়াটস অ্যাপ নম্বর। আলাদা অ্যাক্টিভেশন ফর্ম দেওয়া হবে, ফর্ম ফিল-আপ করে হোয়াটসঅ্যাপে পাঠালেই হবে।'