করুণাময় সিংহ, মালদা: নিম্নচাপের জেরে কয়েকদিন ধরেই মালদা জেলা জুড়ে চলছে বৃষ্টি। বুধবার ভোর রাত থেকে অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। আর যার জেরে মালদা শহরের বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। পুরসভার বাসিন্দাদের অভিযোগ, বারবার নিকাশি ব্যবস্থা নিয়ে পৌরসভাকে বলা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। যার ফলে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে বিভিন্ন ওয়ার্ড। যদিও ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্যর দাবি বিভিন্ন জায়গায় জল নিকাশের জন্য কাজ চলছে দ্রুত সমস্যার সমাধান করা হবে।
মালদার ইংরেজবাজার পৌরসভা এলাকায় ২৯টি ওয়ার্ড রয়েছে। যার মধ্যে বি এস রোড, দুই নম্বর গভর্মেন্ট কলোনি এলাকায় পিয়াজি মোড়, সুভাষপল্লী এলাকায় এদিন নিম্নচাপের জেরে টানা বৃষ্টির কারণে জল দাঁড়িয়ে যায়। যার ফলে পুরো এলাকার বাসিন্দাদের বাইরে বেরোতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ইংরেজবাজার পুরো এলাকায় নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরে বের হয়ে রয়েছে। উদাসীন প্রশাসন। আর সেই কারণেই একটু বৃষ্টিতে জলমগ্ন হচ্ছে ওয়ার্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন পুরো এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন, ধস, দুর্যোগ! তিস্তার জলে ভাসছে পাহাড়ি রাস্তা, দার্জিলিং-এ দুর্বিপাকে পর্যটকরা
যদিও এ বিষয়ে পুরো প্রশাসক মন্ডলীর সদস্য আশিস কুন্ডু জানান, জল নিকাশি ব্যবস্থা ছিল সেই জায়গা গুলি জমি মহিলারা দখল করে নিয়েছে। আর যার ফলে শহরের জল নিকাশের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে জল নিকাশি ব্যবস্থার কাজ শুরু হয়েছে অতি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।
জমা জলের যন্ত্রণার মধ্যেই কেটেছে দুর্গাপুজো। লক্ষ্মীপুজোতেও একই ছবি উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দাদের। পুর প্রশাসনের তরফে ১৫টি পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা হচ্ছে। এই জল-দুর্ভোগ নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। ৭ ও ৮ নম্বর ওয়ার্ড, সর্দারপাড়া, নতুন গ্রাম সংলগ্ন এলাকার বাসিন্দাদের দুর্ভোগ সবথেকে বেশি। এই পরিস্থিতিতে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।