করুণাময় সিংহ, মালদা: যখন রাজ্যজুড়ে আবাসের তালিকা (PMAY Scam) থেকে তৃণমূল নেতাদের নাম সরিয়ে দেওয়ার ঘটনায় সততার নজির বলে আওড়াচ্ছেন শাসক নেতারা। ঠিক তখনই একটি মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এল মালদায়। আবাস যোজনার তালিকায় একই পরিবারের ১২ জনের নাম ! প্রতিবাদ করাই আক্রান্ত এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ চন্ডিপুর এলাকায়। আক্রান্ত যুবক দানেশ আলি সিটুর জেলা কাউন্সিল সদস্য। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।




জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা তথা তৃণমূল নেতা আবির আলি। এই তৃণমূল নেতা সহ তার আত্মীয়দের ১২ জন সদস্যের নামে আবাস যোজনার তালিকায় নাম এসেছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়ে গত দুই সপ্তাহ আগে দানেশ আলি মানিকচক ব্লক এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছিল। জানা গিয়েছে, এই ঘটনার প্রতিবাদ করায় আজ সকালে দানেশ আলিকে একা পেয়ে আবির আলি-সহ ১০ থেকে ১৫ জন হামলা করে। চাকু-সহ হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় তাঁকে। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।


সম্প্রতি জেলা জুড়ে আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হলে দেখা যায় নিজেদের পাকা দোতলা বাড়ি থাকা সত্বেও আবাসের উপভোক্তা তালিকায় নাম রয়েছে। বিষয়টি জানার পরেই সমীক্ষক দলকে ওই প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা বলেন তারা। ওই প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য পাত্রসায়ের বিডিও অফিসে লিখিতভাবে আবেদনও জানান। তাঁদের দাবি, বছর পাঁচেক আগে যখন আবাসের সমীক্ষা হয়েছিল তখন তাঁদের পাকা বাড়ি ছিল না। পরবর্তীতে তাঁরা পাকা বাড়িটি তৈরী করেছেন। এখন নিজেদের পাকা বাড়ি থাকায় আবাস প্রকল্পের বাড়ি তাঁরা ফিরিয়ে দিচ্ছেন।


এমনই একটি ঘটনা সম্প্রতি প্রকাশ্যে আসে বাঁকুড়ায়। বসবাসের জন্য রয়েছে দোতলা বাড়ি। তবু নাম ছিল আবাস তালিকায়। সমীক্ষা শুরু হতেই বাড়ি ফেরানোর আর্জি তৃণমূল নেতার।  জনরোষের ভয়েই এমন কাণ্ড', কটাক্ষ বিজেপির। তৃণমূল এই ঘটনাকে সততা বলে প্রশংসা করলেও বিজেপির কটাক্ষ,' জনরোষে পড়ার ভয়েই এমন কাণ্ড।' 


আরও পড়ুন, বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষ চরমে, এবার কলকাতা দখলের ডাক!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।