করুণাময় সিংহ, মালদা: ঘরের তালিকায় নাম না থাকায় কাটমানির টাকা ফেরত চাইতে এসে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামী ছেলের হাতে আক্রান্ত এক উপভোক্তা বলে অভিযোগ ! মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই উপভোক্তা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

'ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে ৩০ হাজার টাকা কাটমানি '

যদিও জেলা প্রশাসন সূত্রে খবর, এই ধরণের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। সমগ্র ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির। সাফাই তৃণমূলের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বড়ই এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। অভিযোগকারী অনিতা কুমারী সাহার অভিযোগ, 'তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা শকুন্তলা সাহা, আবাস প্লাস যোজনায় ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে, তার স্বামী দুর্গা প্রসাদ সাহার কাছ থেকে একমাস আগে ৩০ হাজার টাকা কাটমানি নেন।'

ঘরের তালিকায় নাম না থাকায় কাটমানির টাকা ফেরত চাইতে এসে 'বেধড়ক মার খেলেন উপভোক্তা' !

চলতি মাসে ঘরের তালিকাতে দেখতে পান তাঁদের নাম নেই। এদিন দুর্গাপ্রসাদ সাহা টাকা ফেরত চাইতে গেলে পঞ্চায়েত সদস্যা তার স্বামী এবং ছেলে মিলে চড়াও হয় দুর্গাপ্রসাদ বাবুর উপর।চলে বেধড়ক মারধর। এমনকি শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এই মুহূর্তে দুর্গা প্রসাদ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিষয়টি যদি সত্যি হয়ে থাকে, তবে প্রশাসন পদক্ষেপ নেবে, দল পাশে থাকবে না : TMC

যদিও পঞ্চায়েত সদস্যার দাবি তিনি একটি বৈঠকে ছিলেন। তিনি কোনও টাকা নেননি। এসব বিষয়ে জানেন না। বিজেপির অভিযোগ তৃণমূলের প্রত্যেকে এই ভাবে টাকা নিয়ে রেখেছে। প্রশাসন মাইকিং যখন করছে তাহলে এদের কাছ থেকে টাকা উদ্ধার করুক। না তো মানুষ গিয়ে বাড়ি ঘেরাও করুক। তৃণমূলের দাবি, বিষয়টি যদি সত্যি হয়ে থাকে, তবে প্রশাসন পদক্ষেপ নেবে। দল পাশে থাকবে না। গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন, দলেরই একাংশের সমালোচনায় সৌগত রায় ! 'দায়বদ্ধতা না থাকার জন্যই..'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।