অভিজিৎ চৌধুরী, মোথাবাড়ি: রাস্তায় জমা জলে পড়েছিল হাইটেনশন তার। মালদার মোথাবাড়িতে তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে খবর, আজ সকালে মাঠে কাজ করতে যাচ্ছিলেন শরাফতটোলা এলাকার বাসিন্দা সিদ্দিকি শেখ। রাস্তায় জমা জলে তড়িদাহত হয়ে মৃত্যু হয় বছর ষাটের প্রৌঢ়ের।
স্থানীয়দের অভিযোগ, গতকাল বিদ্যুৎ দফতরের কর্মীরা কাজ করে যাওয়ার পরেও রাস্তায় পড়েছিল ১১ হাজার ভোল্টের হাইটেনশন তার। বিষয়টি বিদ্যুৎ দফতরে জানানো হলেও তা সরানো হয়নি, গ্রামবাসীদের সতর্কও করা হয়নি বলে অভিযোগ।
এই ঘটনায় বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে মোথাবাড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিদ্যুৎ দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এদিকে, উত্তর ২৪ পরগনাতেও আজ জোড়া বিদ্য়ুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে। আগরপাড়ায় বাড়ির দরজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল প্রৌঢ়ের। মারা গেলেন পানিহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের আগরপাড়ার তারাপুকুর পশ্চিম পল্লি এলাকার বাসিন্দা দীপক নাথ চৌধুরী।
পরিবার সূত্রে খবর, গতকাল একাই বাড়িতে ছিলেন বছর পঁয়ষট্টির প্রৌঢ়। মেয়ে পড়তে গিয়েছিল। সন্ধে সাড়ে ৭টা নাগাদ বাড়ির কোলাপসিবল গেট খুলতে গিয়ে তড়িদাহত হন প্রৌঢ়।
বলরাম সেবা মন্দির স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এলাকায় এখনও জল জমে রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে, জমা জলে দাঁড়িয়ে মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় তড়িদাহত হয়ে সাফাই কর্মীর মৃত্যু হল আগরপাড়ায়। সকাল সাড়ে ১০টা নাগাদ আগরপাড়ার শালপাতা বাগানে টেক্সম্যাকো কারখানার মধ্যে জমা জল সরানোর কাজ করছিলেন সাফাই কর্মী সোনা রায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বছর পঁয়ত্রিশের যুবক। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ৩০ সেপ্টেম্বর ছিল অনুষ্কার জন্মদিন, অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার
আরও পড়ুন: খড়দায় ঘরের মধ্যে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের তিনজনের