করুণাময় সিংহ, মালদা: চাঁচোলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে চাঁচোল থানার পুলিশ। গতকাল রাতে ওই ঘটনা ঘটে চাঁচোলের খানপুরে।  মৃতের পরিবারের অভিযোগ, চন্দ্রপাড়ার অঞ্চল সহ সভাপতি সেতাবুর রহমানকে গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন।


অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় সেতাবুরের। পরিবারের দাবি, আর্থিক লেনদেন নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে তৃণমূল নেতাকে। যদিও কী কারণে খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।


কিছুদিন আগে পুরুলিয়াতেও খুনের ঘটনা ঘটে। বাড়ির অদূরে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর এলাকায়। রাত ১০ টা নাগাদ পুরুলিয়া জেলার বলরমপুর থানা অন্তর্গত তীলাই গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম দয়াল রাজোয়ার। বয়স হয়েছিল ৩৫ বছর। পেশায় রাজমিস্ত্রি দয়াল রাজোয়ার। 


মৃতের ছেলে হেমন্ত রাজোয়ার জানিয়েছেন, গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন মৃত ব্যক্তি। এরপরই হেমন্ত বাবাকে আর দেখতে না পেয়ে খোঁজ নেয় পরিবারের লোক। এর পরই পাড়ার ক্লাবের সবাই এসে খবর দেয়। এরপরই বাড়ির অদূরে হেমন্ত দেখতে পান যে তাঁর বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 


তবে কে বা কারা তাঁর হত্যা করেছেন তা নিয়ে ধন্দ্বে রয়েছে মৃতের পরিবারের লোকজন। হত্যার মামলা রুজু করে বলরামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি হাসপাতাল পাঠানো হয়েছে। তবে এলাকার মানুষরা এমন ঘটনায় রীতিমতো ঘাবড়ে গিয়েছেন। 


আরও পড়ুন: Basirhat : পুলিশে চাকরি করে দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, স্বরূপনগর থেকে গ্রেফতার অভিযুক্ত


আরও পড়ুন: Coochbehar: মানুষের অভিযোগ শুনতে এবার তুফানগঞ্জে ‘দুয়ারে পুরসভা’