মালদা: মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ৪, আটক ১। ধৃতদের মধ্যে ২ জন সুপারি কিলার, উদ্ধার ৫টি আগ্নেয়াস্ত্র। ধৃতদের মধ্যে ২ জন বিহারের বাসিন্দা। রীতিমতো রেকি করে তৃণমূল জেলা সহ সভাপতিকে খুন। ১০ দিনেরও বেশি সময় ধরে মালদায় ঘাঁটি গেড়েছিল দুষ্কৃতীরা। দুলাল সরকারের গতিবিধির ওপর নজর রাখছিল দুষ্কৃতীরা। কে বা কারা দিয়েছিল খুনের সুপারি? রাজনৈতিক কারণে খুন না অন্য কোনও কারণ?
মালদায় প্রকাশ্য়ে গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা! তৃণমূল জেলা সহ সভাপতিকে তাড়া করে পরপর গুলি। দোকানে ঢুকে দুলাল সরকারকে গুলি করে খুন। সিসি ক্য়ামেরায় হাড় হিম করা ছবি। তৃণমূল নেতাকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, দাবি প্রত্যক্ষদর্শীদের। নিহত দুলাল সরকার তৃণমূলের মালদা জেলার সহ সভাপতি। ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন। নিহত তৃণমূল নেতার স্ত্রীও কাউন্সিলর।
আজ শেষকৃত্য় হবে মালদার নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের। শেষকৃত্যে উপস্থিত থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্য়ের মন্ত্রী, দলের বিধায়করা। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গ থেকে প্রথমে নিহত নেতার দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাসভবনে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পর কাউন্সিলর অফিস, জেলার তৃণমূল অফিস়-সহ বিভিন্ন স্থান হয়ে দুপুর নাগাদ ইংরেজবাজার পুরসভায় পৌঁছবে তৃণমূল নেতার দেহ। এরপর তাঁর শেষকৃত্য করা হবে মালদহের সোদুল্লাপুর শ্মশানে।
রাজ্যে রাজনৈতিক খুনের বহর বেড়েই চলেছে। দুষ্কৃতীরা একেবারে দোরগড়ায় দাঁড়িয়ে তাক করে গুলি ছুঁড়ছে। তা সে পাণিহাটির তৃণমূল নেতা খুনের ঘটনাই হোক, কিংবা কিছু আগের খাস কলকাতায় ঘটে যাওয়া শ্যুটআউট। এবার মালদায় প্রকাশ্যে গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা! ইতিমধ্যেই দলীয় নেতার হত্য্যাকাণ্ড নিয়ে পুলিশকে নিশানা মুখ্যমন্ত্রীর। তবে এই ঘটনার জন্য খোদ মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন, নতুন বছরে পেট্রোলের দরে প্রায় ১ টাকা মূল্যবৃদ্ধি রাজ্যের একাধিক জেলায় ! আজ জ্বালানি ভরাতে খরচ কত ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।