করুণাময় সিংহ,মালদা: আদালতের নির্দেশে মালদায় বুলডোজার দিয়ে তৃণমূলের বেআইনি পার্টি অফিস ভাঙল প্রশাসন। সেই সঙ্গে ভেঙে ফেলা হল তার পাশে থাকা একটি ক্লাবঘরও। ওল্ড মালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে সরকারি জমিতে বেআইনিভাবে গড়ে উঠেছিল তৃণমূলের এই পার্টি অফিস ও ক্লাব, তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এক ব্যবসায়ী। জনস্বার্থ মামলায় অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় আদালত। তারপরই আজ সকালে অভিযানে নামে প্রশাসন।  


সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ করার অভিযোগে মাস দুয়েক আগে কলকাতা হাইকোর্টে মামলা করেন স্থানীয় এক ব্যবসায়ী। গত সপ্তাহে দুটি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট। সেই মতো চলতি সপ্তাহের শুরুতে এ নিয়ে নোটিস দেওয়া হয় প্রশাসনের তরফে। এরপর শুক্রবার সকালে বিশাল পুলিশবাহিনী এনে শুরু হয় অভিযান। প্রথমে তৃণমূলের পার্টি অফিস থেকে একে একে খুলে নেওয়া হয় পতাকা। সরিয়ে নেওয়া হয় তৃণমূল নেত্রীর ছবি দেওয়া ফ্লেক্স।  তারপরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বেআইনি দুটি নির্মাণ।                     


বেআইনি নির্মাণ, ফুটপাতজুড়ে হকারদের বাড়বাড়ন্ত নিয়ে, গত মাসেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জবরদখল নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।তারপর ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা ও সল্টলেক জুড়ে শুরু হয়ে যায় হকার উচ্ছেদ। শহর থেকে জেলা , বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক বেআইনি নির্মাণ।  জেলায় জেলায় দেখা যায় হকার উচ্ছেদের ছবি। সেই সঙ্গে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ। কয়েকদিন আগেই হাইকোর্টের নির্দেশে পোর্টের জমিতে বেআইনি দখলদারি হঠাতে বিজেপির একটা পার্টি অফিস ভেঙে দিয়েছিল প্রশাসন। তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন কম হয়নি। আর এবার সরকারি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল ওল্ড মালদা পুর এলাকায়।                                   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে          


আরও পড়ুন, 'বড় প্রগতিশীল নেত্রী মনে করেন', চোপড়ার ঘটনায় মমতার সমালোচনা মোদির?