অভিজিৎ চৌধুরী, মালদা: বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্ত সন্দেহে মালদার হরিশচন্দ্রপুরে (Malda Firearms Recovery) গ্রেফতার ১। উদ্ধার আগ্নেয়াস্ত্রও। ধৃতের নাম ফজলুর রহমান, বয়স ৫৫ বছর। গোপন সূত্রে বেআইনি আগ্নেয়াস্ত্র সংক্রান্ত খবর পেয়ে আইসির নেতৃত্বে গভীর রাতে অভিযান চালায় পুলিশ। তার পরেই গ্রেফতারি।
পুলিশের দাবি...
মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার শিসাতলা মোড় থেকে বৃহস্পতিবার গভীর পাতে অভিযান চালিয়ে দুষ্কৃতী সন্দেহে ফজলুরকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে একটি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে শিসাতলা মোড়ে ঘোরাঘুরি করছিল। সূত্র মারফত সেই খবর পুলিশের কাছে পৌঁছয়। তার পর অভিযান ও গ্রেফতারি। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন, কী উদ্দেশ্যে ওই ব্যক্তি ওখানে এসেছিল, কোথা থেকেই বা আগ্নেয়স্ত্র পেল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে শুক্রবার ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।
এই রাজ্যে বেআইনি অস্ত্র উদ্ধার অবশ্য় বিরল কোনও ঘটনা নয়। পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জেলা থেকে কম-বেশি এই ধরনের অভিযোগ শোনা গিয়েছিল। মালদাও ব্যতিক্রম নয়। বৃহস্পতিবারের ঘটনার সপ্তাহদেড়েক আগেই অস্ত্র পাচারকারী সন্দেহে দুজনকে গ্রেফতার করে মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। সূত্রের খবর, দুজনকে ১৮ মাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গত কাল, অর্থাৎ বুধবার রাতে তারা একটি সেভেন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন এবং এক রাউন্ড কার্তুজ পাচার করবে বলে ১৮ মাইল এলাকায় সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানাচ্ছে, তাদের তল্লাশি করতেই এক রাউন্ড কার্তুজ-সহ সেভেন এমএম পিস্তল মেলে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে খবর।
পঞ্চায়েত ভোটের আগে...
গত বছর এই মার্চ মাসে মালদা জেলাতেই অস্ত্র উদ্ধারের একটি ঘটনা ঘটেছিল। সে বার মালদার ইংরেজবাজারের অমৃতি এলাকা থেকে অস্ত্র কারবারি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। তাদের দাবি, ওই ব্যক্তির থেকে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। সেবারও গোপন সূত্রে খবর পেয়ে রাতের আঁধারে অভিযান চালায় এসটিএফ। ধৃত অস্ত্র কারবারি মানিকচকের বাসিন্দা। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির জন্যই ইংরেজবাজারে এসেছিল ওই ব্যক্তি।
আরও পড়ুন:ED, CBI, আদালত সঙ্গে রয়েছে, তাও বকেয়ার হিসেব দেওয়ার ক্ষমতা নেই BJP-র: অভিষেক