করুণাময় সিংহ, মালদা: মালদার মানিকচকে রাস্তা অবরোধের জেরে উত্তেজনা। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ। পুলিশকর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ। মালদাকাণ্ডে রিপোর্ট চাইল নবান্ন (Nabanna)।
মালদার ঘটনায় আক্রান্ত আইসি-সহ কয়েকজন পুলিশকর্মী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয়েছেন ২ জন।মালদার এসপি-র কাছ থেকে রিপোর্ট চাইল নবান্ন (Nabanna)। এর আগে মালদার সামসিতে আক্রান্ত হয় পুলিশ। সামসিতে পথ দুর্ঘটনার ঘিরে উত্তেজনা, আক্রান্ত পুলিশ। পথ দুর্ঘটনায় লরি চালকের মৃত্যু, কেবিনে দীর্ঘক্ষণ আটকে খালাসি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে ধুন্ধুমার। পুলিশকে ধাক্কা, লাথি উত্তেজিত জনতার।
পশ্চিম বর্ধমানের আসানসোল, দক্ষিণ ২৪ পরগনার কুলতলির পর, সম্প্রতি কলকাতার শোভাবাজারেও আক্রান্ত হয়েছিল পুলিশ। শোভাবাজারে মত্ত দুষ্কৃতীর মারে মাথা ফাটে এক পুলিশ কর্মীর। আহত হয়েছিলেন আরও এক কনস্টেবল। অভিযুক্ত রাহুল দাসকে গ্রেফতার করে বড়তলা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়। সাট্টা-জুয়ার কারবারের অভিযোগ ঘিরে সম্প্রতি তৃণমূলের কোন্দলে তুলকালাম বেধেছিল শোভাবাজারে। দলের প্রাক্তন যুব সভাপতিকে সপাটে চড় মেরেছিলেন তৃণমূল কাউন্সিলর।
বড়তলা থানার সামনে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছিল তৃণমূলেরই একাংশ। এরপরই ওই এলাকায় বাড়ে পুলিশি নজরদারি। পুলিশ সূত্রে খবর, শোভাবাজারের দুর্গাচরণ মিত্র স্ট্রিটে টহলদারির দায়িত্বে ছিলেন বড়তলা থানার কনস্টেবল দেবাশিস মণ্ডল ও উদয় বর্মন। ওই সময় এক দুষ্কৃতী মত্ত অবস্থায় এলাকায় অশান্তির চেষ্টা করছিল বলে অভিযোগ।
আরও পড়ুন, বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে মেলেনি মিছিলের অনুমতি, হাইকোর্টের দ্বারস্থ BJP
পুলিশ সূত্রে খবর, তাঁকে আটকাতে গেলে ওই পুলিশ কর্মীদের উপর চড়াও হয়েছিল দুষ্কৃতী। মারধরে মাথা ফেটে গিয়েছিল কনস্টেবল দেবাশিস মণ্ডলের। আহত হয়েছিলেন আরেক কনস্টেবলও। বাইক ফেলে পালিয়ে যান তাঁরা। অভিযুক্ত রাহুল দাসকে গ্রেফতার করেছে বড়তলা থানার পুলিশ। আসানসোলে ছেলেধরা গুজবের জেরে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়েছিল উন্মত্ত জনতা। তার তিনদিনের মাথায় কুলতলিতে প্রতারণায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করতে গেলে পুলিশ আধিকারিকের মাথায় ও বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে পালায় ধৃতের ভাই। পুলিশ তাড়া করলে, তাদের লক্ষ্য় করে এক রাউন্ড গুলিও চালানো হয়।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।