দীপক ঘোষ, কলকাতা : মালদা বিস্ফোরণকাণ্ডে রাজ্যের এডিজি সদর ২ ও মুখ্যসচিবকে (Chief Secretary) দিল্লিতে (New Delhi) তলব করল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights)। মালদার (Malda) কালিয়াচকের (Kaliachak) গোলাপগঞ্জে (Gopalgung) বোমা ফেটে (Bomb Blast) ৫ জন শিশু আহত হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতেই এডিজি সদর ২ ও মুখ্যসচিবকে তলব করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে তাঁদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট জানতে চেয়েছে এনসিপিসিআর (NCPCTR) তথা জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। গোটা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এডিজি সদর ২ ও মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে তাঁদের কাছ থেকে মালদা বিস্ফোরণকাণ্ড নিয়ে বিস্তারিত রিপোর্ট চাইছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।


বিস্তারিত রিপোর্ট তলব


কিছুদিন আগে মালদার কালিয়াচকের গোলাপগঞ্জে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। বোমা বল ভেবে খেলতে গিয়ে তা ফেটে মারাত্মকভাবে জখম হয় বেশ কয়েকজন শিশু। যা নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানউতোর। যে ঘটনার প্রেক্ষিতেই রাজ্যের মুখ্যসচিব ও এডিজি সদর ২-এর কাছে গোটা ঘটনা প্রসঙ্গে তাঁদের বিস্তারিত রিপোর্ট নিয়ে দিল্লিতে যেতে তলব করেছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। ইতিমধ্যে গোটা ঘটনা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে এনসিপিসিআর।


ইতিমধ্যে জনস্বার্থ মামলা


ইতিমধ্যে মালদা বিস্ফোরণকাণ্ড নিয়ে এনআইএ তদন্তের (NIA Probe) দাবি জানিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছে জনস্বার্থ মামলা (PIL)। দ্রুত শুনানির আর্জি জানান মামলাকারী আইনজীবী অরিজিত্‍ মজুমদারের। বিবেচনার আশ্বাস দেন প্রধান বিচারপতির।


গত মার্চ মাসের শেষে মালদার (Malda) কালিয়াচকে বিস্ফোরণ ঘটেছিস। তার জের বাড়ির একাংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ৩ বছরের এক শিশুর। গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ? না কি তৈরি হয়েছিল ধন্দ। 


আরও পড়ুন- বেআইনি বালি পাচারের পিছনে পুলিশ, বিস্ফোরক রতুয়ার তৃণমূল বিধায়ক