মালদা: ভয়াবহ কাণ্ড মালদার স্কুলে (Malda School)। 'ছেলে নিখোঁজ' এমনই দাবিতে পুরাতন মালদার মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলে ঢুকে ভয়াবহকাণ্ড ঘটালেন এক ব্যক্তি। অস্ত্র হাতে ভরা ক্লাসরুমে ঢুকে পড়লেন তিনি। স্বাভাবিকভাবেই ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত ছাত্র এবং অভিভাবকরা। ইতিমধ্যেই পুলিশ গিয়ে আগ্নেয়াস্ত্র (Fire Arms) সহ ওই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করেছে। 


মালদার মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলে আচমকাই এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-সহ ঢুকে পড়তে দেখা যায়। এদিকে ক্লাসরুমে তখন ভর্তি পড়ুয়ারা। খবর পৌঁছতেই দ্রুত ঘটনাস্থলে এসে পড়ে পুলিশ। ঝুঁকি না নিয়ে সতর্কতার সঙ্গে ওই ব্যক্তি গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্য়েই গ্রেফতারির সেই ভিডিও-তে দেখা গিয়েছে, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভরা ক্লাসরুমে নিজের দাবি জানাচ্ছেন। আর ভয়ে কাঁপছে গোটা ক্লাস।


এহেন মুহূর্তে পুলিশ ওই স্থানে পৌঁছে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে, তাঁর কাছে কী কী আছে ? প্রশ্নের উত্তরে অভিযুক্ত জানান, শুধু রিভলভারই নয়, টেবিলে রাখা আছে পেট্রোল বোমা, বলে তিনি টেবিলে রাখা সেই বোতলকেও হাত দিয়ে দেখান। এবং বোঝান, দাবি না মানলে তিনি ঠিক কী পদক্ষেপ নিতে পারেন, ঠিক কতটা ক্ষতি হতে পারে ওই পড়ুয়াদের।


যদিও কথার বলার মধ্যে দিয়ে অভিযুক্তর মানসিক গড়ন বুঝে নেওয়ার মধ্য দিয়ে গ্রেফতারের ঘটনা প্রায়শই ফিল্মেও দেখা যায়। কিন্তু বাস্তবে এমন ঘটনার উদাহরণ সারা দেশের মধ্যেই মনে করা দায়। তবে এদিন অভিযুক্তের সঙ্গে সরাসরি কথা বলার মধ্য দিয়েই পুলিশ প্রস্তুত হয়, তাঁকে ধরবার জন্য। প্রশ্ন উত্তরের মাঝেই সুযোগ বুঝে ওই ব্যক্তির উপর ঝাপিয়ে পড়ে পুলিশ। লক্ষ্য সফল হয়। পাকড়াও করে ওই ব্যক্তিকে ঘিরে ধরে পুলিশ। এবং শিক্ষার্থীদের নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন, 'ধর্মের নামে নয় কাজের নিরিখে ভোট দিন', অভিষেকের নিশানায় BJP


শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, ওই ব্যক্তির দাবি, তাঁর ছেলে নিখোঁজ। ছেলেকে খুঁজে দিতে হবে বলেই তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছেন বলে দাবি। ওই ব্যক্তি এলাকারই বাসিন্দা বলে দাবি পুলিশের। ওই ব্যক্তি 'মানসিক ভারসাম্যহীন' বলে প্রাথমিক তদন্তে দাবি পুলিশের। এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কী করে ওই ব্যক্তি একটি স্কুলের ভিতরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ল, তা নিয়ে খতিয়ে দেখবেন তদন্তকারীর দল।