করুণাময় সিংহ, মালদা: ব্যারাকপুরের পুনরাবৃত্তি এবার মালদায় (Malda)। ডাকাতদের (dacoit) বোমায় প্রাণ গেল এক সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer)। চাঁচলের মালতিপুরে ভরসন্ধ্যায় ঘটে এই সাংঘাতিক ঘটনা।


মালদায় ডাকাতদের বোমা প্রাণ গেল সিভিক ভলান্টিয়ারের


ব্যারাকপুরের পুনরাবৃত্তি মালদায়, ডাকাতদের বোমায় নিহত সিভিক ভলান্টিয়ার। চাঁচলের মালতিপুরে ভরসন্ধ্যায় ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ দোকানের মালিক। দোকানে ডাকাতির পরে হয় বোমাবাজি। তাতেই সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয় বলে খবর।


সোনার দোকানের মালিকের পায়ে গুলি চালিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। সন্ধে ৬টা নাগাদ বাইকে করে ভরা বাজারে সোনার দোকানে ৬ দুষ্কৃতী চড়াও হয়। ঘটনাস্থল থেকে ১৫ কিমি দূরে কাশেমপুরে ডাকাতদের বাধা দেওয়ায় সিভিক ভলান্টিয়ার খুন হলেন।


ব্যারাকপুরে শ্যুটআউট


গত ২৪ মে সন্ধ্যায় ব্যারাকপুরের আনন্দপুরীতে চলে গুলি। মূলত ডাকাতিতে বাধা দেওয়ায় সোনার দোকানের মালিকের ছেলের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে।  আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় সেদিন। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্য়ু হয় তাঁর। ঘটনায় জখম হন আরও ২। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।


সেদিন শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা যায়, গুলিবিদ্ধ হওয়া পর সোনার দোকানের মালিকের ছেলের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, তার আগের মাসেও রাজ্যের একটি জেলায় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। সোনার দোকানে ডাকাতির ( Gold Shop Dacoity) ঘটনায় রামপুরহাটে (Rampurhat) শেষমেশ চার দুষ্কৃতীকে (4 Miscreants Arrested) গ্রেফতার করা হয়। উদ্ধার হয় একটি ওয়ান শটার। চুরি যাওয়া প্রায় সব সোনা এবং রুপোরও হদিস মেলে।


আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন


ওই ঘটনা ঘিরে টানটান উত্তেজনা ছড়িয়েছিল রামপুরহাটে। খবর মিলেছিল, রামপুরহাট থানার নিউটাউন এলাকায় রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি, সোনার দোকানে ডাকাতি করতে এসেছিল একদল দুষ্কৃতী।  সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে নিউটাউনের কাছে একটি সোনার দোকানে আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতি করতে ঢুকেছিল চার-পাঁচ জনের একটি ডাকাত দল। সেই সময় দোকান মালিকের তৎপরতায় এলাকার বাসিন্দারা ঘটনস্থলে এসে ডাকাতদের ঘিরে ফেলেছিলেন। পরে পুলিশে খবর যেতে দোকানটি চার দিক থেকে ঘিরে ফেলেছিলেন রামপুরহাট থানার পুলিশকর্মীরাও। দোকানের চারপাশে তখন রীতিমতো রুদ্ধশ্বাস পরিস্থিতি। ভিতরে আগ্নেয়াস্ত্র হাতে ডাকাতের দল, বাইরে থেকে তাদের ঘিরে ফেলেছিল পুলিশবাহিনী। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial