অভিজিৎ চৌধুরী, মালদা: ছুটির সকালে মর্মান্তিক (malda road accident) পথ দুর্ঘটনায় মৃত্যু এক স্কুলছাত্র-সহ ৩ জনের। মালদার কালিয়াচক থানার সালেপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। জখম আরও ২ জন। তারা দশম শ্রেণির ছাত্র। আপাতত মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ২ জনকে।


কী জানা গেল? 
মৃতের ছাত্রের নাম আদিল মৌমিন। বয়স ১৬ বছর। পুলিশ জানাচ্ছে, স্কুলছাত্র কিশোরের বাড়ি উত্তর দারিয়াপুরের মৌমিন পাড়ায়। স্থানীয় উত্তর দারিয়াপুর বাইশী হাই মাদ্রাসা দশম শ্রেণীতে পড়াশোনা করত সে। জখম ২ জনের এক জন, তৌফিক আনসারিও একই স্কুলের দশম শ্রেণির ছাত্র। পুলিশ জানাচ্ছে, এদিন সকালে প্রাতর্ভ্রমণ সেরে বাড়ি ফিরছিল ওই ২ স্কুল ছাত্র-সহ বেশ কয়েকজন। ঠিক সেই সময় মালদাগামী একটি বেপরোয়া আলু বোঝাই লরি তিনজনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আদিল মৌমিনের। ঘটনায় আহত আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকে ৩৪ নম্বর জাতীয় সড়ক। পরে কালিয়াচক থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


মাসদুয়েক আগে এক ঘটনা...
ঠিক মাসদুয়েক আগে, গত ২ অক্টোবর মালদারই ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি দুর্ঘটনা ঘটে। সে বার লরির ধাক্কায় মৃত্যু হয় দুই মোটরবাইক আরোহীর। নির্দিষ্ট করে বললে, ঘটনাটি ঘটে পুরাতন মালদার BSF ক্যাম্প এলাকায়। জানা যায়, বাইকে চড়ে মালদা শহরের দিকে যাচ্ছিলেন দুই সওয়ারি। উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে বাইকের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে প্রায় একঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজট ছিল।প্রত্যক্ষদর্শীদের কথায়, জাতীয় সড়ক ধরে বাইকে চড়ে যাচ্ছিলেন দু'জন। সেই সময় উল্টোদিক থেকে দ্রুতগতিতে এসে তাঁদের ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাইক আরোহীরা। রক্তে ভেসে যেতে শুরু করে গোটা এলাকা। মুহূর্তে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের মালদা মেডিক্যাল কলেজে  পাঠায় পুলিশ। যেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।জাতীয় সড়কে নজরদারির অভাবে লরি ও বড় গাড়িগুলিতে দ্রুতগতিতে ছুটে যায়। আর তার জেরেই ক্রমাগত দুর্ঘটনা ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। দুর্ঘটনা ও তারপরের ঘটনাক্রমের জেরে মাঝে প্রায় ঘণ্টাখানেকের জন্য যানজট তৈরি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে।


আরও পড়ুন:'নরেন্দ্র মোদির হাওয়ার জয়...আমাদের কর্মীদেরও উৎসাহিত করবে', ৩ রাজ্যে পদ্ম-ঝড়ে প্রতিক্রিয়া সুকান্তর