মালদা: বিজেপির (BJP) ডাকা বনধকে কেন্দ্র করে মালদার (Malda) গাজোলে দফায় দফায় উত্তেজনা ছড়াল। তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) কর্মীদের মধ্যে আজ সংঘর্ষের ঘটনাও ঘটে। এই ঘটনায় মাথা ফাটল এক বিজেপি কর্মীর।                                             


ঠিক কী ঘটেছে?


আজ সকাল ৮টা নাগাদ বিজেপি কর্মী সমর্থকরা ২৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অভিযোগ, সেই অবরোধ জোর করে তোলার চেষ্টা করেন তৃণমূল কর্মী সমর্থকরা। এই নিয়ে দু’পক্ষে বেধে যায় হাতাহাতি। এরপর গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন ঘটনাস্থলে এলে উত্তেজনা ছড়ায়। সংঘর্ষ বেধে যায় দুপক্ষের।       


আরও পড়ুন, ‘আপনারা অবরোধ প্রত্যাহার করে নিন’ নন্দীগ্রামে ঘোষণা শুভেন্দুর


                                                  


আজ বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধে দিকে দিকে অশান্তি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টেশন বাজার এলাকায় বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা।  দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুইয়ের নেতৃত্বে ওই মিছিল হয়। মিছিল স্টেশন বাজার এলাকায় ঢোকার পর পুলিশ পথ আটকায়। এরপরই দু’পক্ষের বচসা থেকে বিবাদ গড়ায় হাতাহাতিতে। পরে কোক ওভেন থানার পুলিশ লক্ষ্মণ ঘড়ুই সহ বিজেপির ২০-২৫ জন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।                                                     


অন্যদিকে, মুর্শিদাবাদের বহরমপুর সদর হাসপাচাল চত্বরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল।  পাশাপাশি, বীরভূমের সিউড়িতে বিজেপির ডাকা বনধের প্রভাব পড়েনি।  বাস ও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।  দোকানপাটও খুলেছে।