আরামবাগ: 'বেকারদের জন্য ৫ লক্ষ সরকারি চাকরি প্রস্তুত (job recruitment)। কিন্তু আদালতে গিয়ে নিয়োগ আটকে দিচ্ছে বিজেপি (BJP), সিপিএম (CMP), কংগ্রেস (Congress)'। আরামবাগের (Arambagh) প্রশাসনিক সভায় এসে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।


আরমবাগের সভায় চাকরি প্রসঙ্গে কী বললেন মুখ্যমন্ত্রী?


'এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি। চারিদিকে চাকরি চাই, চাকরি। সরকারি চাকরি ৫ লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম এবং বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করার জন্য। এই চাকরিগুলিকে আটকাবেন না।' এদিন মঞ্চে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।


'কোর্টে যে কেউ যেতে পারে এটা তার সাধারণ অধিকার। কিন্তু তাই বলে একটু মায়া লাগে না? এত শিক্ষক নিয়োগ হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি, সিপিএম আর কংগ্রেসের নেতাদের জন্য। চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক। ৬০ হাজার পুলিশে নিয়োগ হবে। প্রায় ১ লক্ষের মতো শিক্ষক নিয়োগ হবে। বিভিন্ন দফতরে ৫ লক্ষ ছেলেমেয়েকে নেওয়া হবে। যেই আমরা তৈরি করছি ওমনি একটা কেস ঠুকে দিচ্ছে। সাহস থাকলে ভোটে লড়ুন। একটু গণতন্ত্রের রাজনীতির রাস্তায় করুন। সর্বত্র দুর্নীতি করবার চেষ্টা করবেন না। এটা একটা বড় দুর্নীতি। যারা মানুষের কাজ আটকায়, এটা বড় দুর্নীতি', একের পর এক কটাক্ষ মুখ্যমন্ত্রীর।


'ভোটের রাজনীতির জন্য নিয়োগে বাধা দিচ্ছে। ১ লক্ষ শিক্ষক নেওয়া হবে, ৬০ হাজার পুলিশ নিয়োগ হবে। কিন্তু বিজেপি, সিপিএম কংগ্রেসের জন্য নিয়োগ করা যাচ্ছে না', আরামবাগের প্রশাসনিক সভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর। 


আরও পড়ুন: Malda: পিঠের গন্ধে ম ম স্কুল! ঠাকুমা-দিদিমার স্মৃতি ফিরল পড়ুয়াদের হাতে


অন্যদিকে, রাজ্যে নিয়োগের দাবিতে এখনও পথে চাকরিপ্রার্থীরা। বঞ্চনার অভিযোগে বিক্ষোভে সামিল CDS, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরাও। সপ্তাহের প্রথমদিন একাধিক অবরোধ বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকল ধর্মতলার একাংশ। রাস্তা আটকে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। অবস্থান বিক্ষোভে হল উত্তাল সল্টলেকও। করুণাময়ীর কাছে ২০২২-এর প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভ তুলল পুলিশ। এদিনই আরামবাগের সভা থেকে মুখ্য়মন্ত্রী অভিযোগ করলেন, আদালতে বারবার মামলা করার কারণেই, শূন্য়পদ থাকা সত্ত্বেও চাকরি দিতে পারছে না সরকার। বললেন, 'যারা মানুষের চাকরি আটকায় সেটাও দুর্নীতি।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।