কলকাতা: ব্রিগেডে 'জন গর্জন' সমাবেশের আগেই পথে নামলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক নারী দিবসের আগে, বৃহস্পতিবার কলকাতার কলেজ স্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা। মিছিলে তাঁর সঙ্গী হন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনরা। তাৎপর্যপূর্ণ ভাবে মিছিলে শামিল হন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। সেখান থেকে সন্দেশখালি নিয়ে মুখ খোলেন মমতা। (Mamata Banerjee)


মিছিল শেষ করে এদিন ধর্মতলায় সভাও করেন মমতা। সেখানে তিনি বলেন, "সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো 'সন্দেশ'ও দিয়েছেন। বাংলায় জায়গাটির মিষ্টি নাম, সন্দেশ, হিন্দিতে অর্থ সংবাদও। সেই সন্দেশখালি নিয়ে ভুয়ো সংবাদ দেওয়া হচ্ছে। যেভাবে কয়েকটি ঘটনা নিয়ে...হতেই পারে কিছু ঘটেছে, হাতের পাঁচ আঙুল তো সমান নয়! অনেক সময় জানতে পারি না আমরা। কিন্তু কোনও ঘটনা চোখে পড়লেই ব্যবস্থা নিই। তৃণমূল নেতাদের গ্রেফতার করতেও কার্পণ্য করি না। BJP-র একটাই কাজ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে মামলা করা।" (Kolkata News)


সন্দেশখালি নিয়ে ভুয়ো বার্তা দেওয়ার নেপথ্যে আসলে বাংলাকে বদনাম করার চক্রান্ত রয়েছে বলেও দাবি করেন মমতা। তিনি বলেন, "কেন বদনাম করা হচ্ছে বাংলাকে? কালকেও BJP নেতা বলে গেলেন, এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। চ্যালেঞ্জ করে বলছি, বাংলাই একমাত্র জায়গা, যেখানে মহিলারা নিরাপদ, সবচেয়ে বেশি সুরক্ষিত। বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানে বিচার হয় না, হাথরস, মণিপুরে বিচার হয় না। মণিপুরে যখন মহিলারা জ্বলছিলেন, উলঙ্গ করে ঘোরানো হচ্ছিল, কোথায় ছিলেন BJP নেতারা? বিলকিসের কথা ভুলে গিয়েছেন? কত অসহায় দলিত, সংখ্যালঘু মহিলা, তফসিলি মহিলার বিজেপির হাতে নির্যাতিত হয়েছে, ভয়ে কথা বলতে পারেন না।"


আরও পড়ুন: Abhijit Ganguly: তৃণমূলের বিদায়পর্ব শুরু, বাংলায় BJP-কে দরকার, যোগদান করেই বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়


নারীদিবসের প্রাক্কালে BJP-তে আক্রমণ করতে ভারতীয় মহিলা কুস্তিগীরদের প্রসঙ্গও টেনে আনেন মমতা। তিনি বলেন, "খালি বাংলার উপর, বাংলার মেয়েদের উপর এত রাগ কেন? আপনারা মহিলাদের সম্মানের কথা বলেন। সাক্ষী মালিক জলজ্যান্ত প্রমাণ। একজন কুস্তিগীর, আপনার দলের সাংসদ অত্যাচার করেছে বলে অবিযোগ, তার পরও তাঁকে চেয়ারম্যান করা হল। হাথরসে আজও বিচার হয়নি। ভয় দেখিয়ে রাখা হয়েছে। BJP-র বিরুদ্ধে কোনও কথা বলা যাবে না।"


মমতা এদিন আরও বলেন, "বাংলার রূপ জাগ্রত রূপ। বাংলা প্রতিবাদ করতে জানে, প্রতিরোধও করতে জানেন। আগামীতে দেশ, বাংলাকে বাঁচাতে হলে গর্জন করতে হবে, রাজনৈতিক টর্নেডো আনতে হবে।" ব্রিগেডের 'জন গর্জন' সভাতেও সকলকে আহ্বান জানিয়েছেন মমতা।