কৌশিক গাঁতাইত, আসানসোল: একুশের বিধানসভার নির্বাচনের আগে রাজ্যের তৃণমূল সরকারকে কাটমানির (Cutmoney) সরকার বলেই খোঁচা দিয়েছিল বিজেপি। শুধু বিজেপিই (BJP) নয়, সামগ্রিক ভাবে কাটমানি ইস্যুতে বিরোধীদের নিশানায় বারবার থেকেছে রাজ্যের শাসক দল। তা নিয়ে আগেও পাল্টা তোপ দেগেছে তৃণমূল। ফের মঙ্গলবার আসানসোলের (Asansol) কর্মিসভায় কাটমানি অভিযোগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বলেছেন মুখ্যমন্ত্রী:
এদিন আসানসোলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'বাংলায় জেনে বা না জেনে একটু কাটমানি খেয়ে ফেললেও, অ্যাকশন নিই। পিএম কেয়ারের নামে লক্ষ লক্ষ কোটি টাকার হিসেব কেউ পায় না। অডিট হয় না, হিসেবের মধ্যেও থাকে না, একবারও কেউ প্রশ্ন করে।' বিজেপির পার্টি অফিস তৈরির খরচের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তিনি বলেন, '১১০০ কোটি দিয়ে বিজেপির পার্টি অফিস বানায়, তখন কেউ প্রশ্ন করে না।' তিনি আরও বলেন, 'কে একটা পঞ্চায়েত দোতলা বাড়ি করেছে সেটা নিয়ে তোমরা বড় ছবি করছ? একটা লোক দিয়ে বিচার করবেন না। গ্রামে আগে মাটির ঘর ছিল, কিন্তু আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। তাদের বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। আমার বাড়িতে যে ছেলেটি কাজ করে, তার দোতলা বাড়ি আছে একটা সুন্দর বাড়ি, সে তো পঞ্চায়েতে নেই। সে একটা চাকরি করে। চাকরির টাকা জমিয়ে কেউ কি বাড়ি করতে পারে না? যদি কেউ দুর্নীতি করে সেটাকে ধরো। কিন্তু পঞ্চায়েত প্রধানের একটা বাড়ি থাকা অন্যায়, এটাকে আমি বিশ্বাস করি না। তোমাদের ঘরবাড়ি নিয়ে কেউ ছবি তুলে দেখালে সেটা ভাল দেখাবে না।'
মিথ্যা প্রচারের অভিযোগ:
বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বিজেপির সোশ্যাল মিডিয়ার বৈশিষ্ট্য হল মিথ্যা, প্রতারণা করা। ফেক ভিডিও ছড়ায়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ফটো তুলে নিচ্ছে। ফটোশপ করে আপনাকে বিকৃতভাবে দেখিয়ে ব্ল্যাকমেল চলছে। কই এদের গ্রেফতার করা হয় না। যারা মা-বোনেদের অসম্মান করে, যারা কুৎসা, অপপ্রচার করে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না।'
আরও পড়ুন: 'কোটি কোটি টাকা খরচ করে মহারাষ্ট্রে সরকার ভাঙছে', বিজেপিকে নিশানা মমতার