কলকাতা: বিজেপির বিরুদ্ধে সব বিরোধী দলকে এককাট্টা হওয়ার বার্তা তৃণমূল নেত্রীর (Trinamool Leader)। মোদির বিরুদ্ধে 'একের বিরুদ্ধে এক' ফর্মুলায় লড়াইয়ের আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী ভোট ভাগাভাগি হলে আখেরে যে বিজেপিরই লাভ, তাও বোঝালেন তৃণমূল নেত্রী। 


এককাট্টা হওয়ার বার্তা: 'আগামী ভোটের আগে সব বিরোধী দল এক হয়ে যান। একের বিরুদ্ধে এক প্রার্থী দিন। যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়াই করুক। একসঙ্গে কাজ করার চেষ্টা করুন, আমার আপত্তি নেই।'মুর্শিদাবাদের সভা থেকে বার্তা তৃণমূল নেত্রীর। এদিন তিনি বলেন, 'একের বিরুদ্ধে এক লড়াই করুন। যে যেখানে শক্তিশালী, সে সেখানে লড়াই করুন। আমার কোনও আপত্তি নেই। চেষ্টা করুন একসঙ্গে কাজ করার।'


বিগত সাগরদিঘি বিধানসভা উপ নির্বাচনেও তৃণমূলের বিরুদ্ধে বাম ও কংগ্রেস ঐক্য়বদ্ধভাবে লড়েছে। হার হয়েছে তৃণমূলের। এরইমধ্য়ে পরবর্তী লোকসভা নির্বাচনে, বঙ্গ বিজেপিকে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সভা থেকে, বিজেপিকে রুখতে, একজোট হওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। 


একদিকে যখন বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে একের লড়াইয়ের কথা বলছেন মমতা বন্দোপাধ্য়ায়, তখন মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে নাম না করে অধীর চৌধুরীকেও আক্রমণ করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মুর্শিদাবাদে দীর্ঘদিন ধরে অনেক রাজনৈতিক নেতার জন্ম হয়েছে। অনেক রাজনৈতিক নেতারা বড় বড় কথা বলেন। কেউ আজ পর্যন্ত কোনও কাজ করেননি। কাজগুলো আমাদেরই করতে হবে। তাতে টাকা পয়সার সমস্যা আছে কিছু ঠিকই। ইতিহাসকে ভুলে গেলে চলবে না।'


শুক্রবার সামশেরগঞ্জে নদী ভাঙনের পরিস্থিতি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এবার এই ইস্যুতে তিনি নিশানা করেন মোদি সরকারকে। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সামশেরগঞ্জে নদী ভাঙন মোকাবিলায় ১০০ কোটি টাকার অনুদানও ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “ওরা আমাদের কোনও সাহায্য তো করেইনি, উপরন্তু ইন্দো-ফারাক্কা, জল চুক্তি ৭০০ কোটি টাকা রাজ্যের পাওয়ার কথা ছিল, সেই ৭০০ কোটি টাকার এক পয়সাও আমাদের দেওয়া হয়নি। আমাদের পক্ষে, এত কোটি কোটি টাকা জলে ঢালা সম্ভব নয়। টাকাটা নেই আমাদের। তা সত্বেও গতকালও আমি বলেছিলাম সামশেরগঞ্জের জন্য ৫০ কোটি টাকা আমি ঘোষণা করেছিলাম। আজকে আমি ১০০ কোটি টাকা ঘোষণা করলাম। এইটা দিয়ে অন্তত অনেকটা ভাঙনের পার্ট সারানো যাবে।’’


আরও পড়ুন: WHO on Covid-19: কোভিড আর 'বিপদ' নয়? বড়সড় ঘোষণা WHO-এর