কলকাতা: 'আগামী দিনে দেশ বাঁচাতে হলে তর্জন করতে হবে, গর্জন করতে হবে। দেশ বাঁচাতে হবে, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক টর্নেডো (Political Tornedo Against BJP) আনতে হবে', বৃহস্পতিবার মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee From Dorina crossing)। লোকসভা ভোটের মুখে দলের দীর্ঘদিনের সঙ্গী তথা বরানগরের বিধায়ক তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। প্রায় কাছাকাছি সময়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দিয়ে পদ্মফুলে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিরোধী দলে যখন এমন 'হেভিওয়েট' রাজনৈতিক আলোড়ন, ঠিক সেই সময়ই তাদের বিরুদ্ধে 'রাজনৈতিক টর্নেডোর' হুঙ্কার দিলেন তৃণমূলনেত্রী। তাও আবার আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন। 

  


আর কী বললেন?
আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার পথে নামলেন তৃণমূলনেত্রী। সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারের দলীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা। মিছিলে ছিলেন অভিষেকও। এদিনের মিছিলে চমক বলতে হাজির ছিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ে সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান। বলেন, 'বাংলার রূপ জাগ্রত রূপ, বাংলা প্রতিবাদ করতে জানে, প্রতিরোধও করতে জানেন। আগামীতে দেশ, বাংলাকে বাঁচাতে হলে গর্জন করতে হবে, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক টর্নেডো আনতে হবে।' আগামী ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। তার আগে দলনেত্রীর এই তীব্র আক্রমণ সেই সমাবেশের সুরই বেঁধে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


আর যা...
তৃণমূল ছেড়ে একেবারে হালে বিজেপিতে গিয়েছেন তাপস রায়। যাওয়ার আগে দলনেত্রীর বিরুদ্ধে একরাশ 'অভিমান' উগরে দিয়ে গিয়েছেন। পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান। এর উপর তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাগাড়ে কুণাল ঘোষের সমালোচনা। চায়ের আমন্ত্রণে সেই সমালোচনার স্রোত দীর্ঘমেয়াদে বন্ধ হবে কিনা, সেটি সময়ই বলবে। কিন্তু একের পর এক এই ধরনের ঘটনায় তৃণমূলের অস্বস্তি যে বাড়তে পারে, সেই নিয়ে জোর চর্চা চলছিলই। তা ছাড়া সন্দেশখালির ঘটনাপ্রবাহ তো রয়েছেই। কী ভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে ৫৬ দিন সময় লেগে গেল, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবির। লোকসভা ভোটের আগে যাবতীয় অস্বস্তি কাটাতে এবার পাল্টা আক্রমণের মেজাজে তৃণমূলনেত্রী। সন্দেশখালি থেকে তাপস রায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সব ইস্যুতেই কড়া অবস্থান নিয়েছেন তিনি। সঙ্গে বিজেপি-সমালোচনার সুরও চড়িয়েছেন আরও এক ধাপ।


আরও পড়ুন:সন্দেশখালি নিয়ে ভুয়ো ‘সন্দেশ’ দিচ্ছে BJP, সুর চড়ালেন মমতা