কলকাতা: বঙ্গ বিভূষণের মঞ্চ থেকে বিজেপিকে কড়া বার্তা দিলেন মমতা। বক্তব্য রাখতে গিয়ে তুলে আনলেন মহারাষ্ট্রের প্রসঙ্গও।
সম্প্রতি মহারাষ্ট্রে (Maharashtra) তখত পাল্টেছে। শিবসেনার অভ্যন্তরীণ বিদ্রোহের পরে বিদ্রোহী অংশকে সমর্থন করে মহারাষ্ট্রের শাসনে এসেছে বিজেপি। ক্ষমতা থেকে সরেছে কংগ্রেস, শিবসেনা, এনসিপির জোট। তারপরেই বাংলাতেও সরকার পড়ে যেতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গই এদিন টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বলেন, 'মহারাষ্ট্র তো ছেড়ে দিয়েছে লড়াই করতে পারেনি বলে।'
মমতার হুঁশিয়ারি:
বাংলা নিয়ে মন্তব্যেরও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। তিনি বলেন, 'বাংলায় আসতে গেলে বঙ্গোপসাগর পেরিয়ে আসতে হবে। সুন্দরবন পেরিয়ে আসতে হবে। দিঘা পেরিয়ে আসতে গেলে কুমির কামড়াবে। সুন্দরবন পেরিয়ে আসতে গেলে বাঘ কামড়াবে। উত্তরবঙ্গ পেরিয়ে আসতে গেলে হাতি শুঁড়ে ঘোরাবে।'
আন্দোলন করতে তিনি পিছপা হবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মমতা বলেন, 'আন্দোলনে আমার জন্ম। আমায় আঘাত করলে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই, আমাকে বর্ষালে আমি চমকাই, আমাকে চমকালে আমি উতরাই। এটাই আমার জীবনের ধর্ম।'
মেহুল-ললিত প্রসঙ্গ:
এদিন ললিত মোদি, মেহুল চোকসির প্রসঙ্গও তুলে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গবিভূষণের মঞ্চ থেকে তাঁর প্রশ্ন, 'মেহুল চোকসি, ললিত মোদি, পিএম কেয়ারস ফান্ডের টাকা কোথায় গেল?'
ইডি অভিযানে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর থেকেই তোলপাড় রাজ্য-রাজনীতি। গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও। তারপর থেকেই ক্রমাগত তৃণমূলের দিকে, মমতার দিকে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। এদিন তারও জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি আজ শোকাহত, সবাই সাধু বলছি না, ভুল করাটাও একটা অধিকার, কেউ যদি দোষী হয় যাবজ্জীবন কারাদণ্ড হোক।'
আরও পড়ুন: ললিত মোদি, পিএম কেয়ারস ফান্ডের টাকা কোথায় গেল? : মমতা বন্দ্য়োপাধ্যায়