কলকাতা: জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশের পর সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, আমি অত্যন্ত খুশি যে মোট সফল পরীক্ষার্থীদের ৫৩ শতাংশ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। চলতি বছরে সফল পরীক্ষার্থীদের ২৭.৫ শতাংশ হলেন মহিলা। আপনাদের পারফরমেন্স আমাদের গর্বিত করেছে। আমি সফল ছাত্র-ছাত্রীদের, তাঁদের অভিভাবক এবং শিক্ষকদের অভিনন্দন জানাই।
আজ প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল (Joint Examination Result 2023)। মেধা তালিকায় (merit list) প্রথম দশে রয়েছে ১০ জন। পরীক্ষার ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ হল আজ। এই বছর মোট পরীক্ষার্থী ছিল ১,২৪ ৯১৯ জন। মোট পরীক্ষাকেন্দ্র (examination centre) ছিল ৩১৯টি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সফল হয়েছে ৫১,৩৪৫ পরীক্ষার্থী। এবার ৩০ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছিল।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধা তালিকা
প্রথম স্থান: মহম্মদ সাহিল আখতার, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, সিবিএসই
দ্বিতীয় স্থান: সোহম দাস, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, সিবিএসই
তৃতীয় স্থান: সারা মুখোপাধ্যায়, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বোর্ড
চতুর্থ স্থান: সৌহার্দ্য দণ্ডপাট, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, উচ্চমাধ্যমিক বোর্ড
পঞ্চম স্থান: অয়ন গোস্বামী, হেমশীলা মডেল স্কুল, সিবিএসই
ষষ্ঠ স্থান: অরিত্র অম্বুধ দত্ত, নারায়ণা স্কুল, সোদপুর, সিবিএসই
সপ্তম স্থান: কিন্তন সাহা, মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুল, কোটা, সিবিএসই
অষ্টম স্থান: সাগ্নিক নন্দী, বাঁকুড়া জেলা স্কুল, উচ্চমাধ্যমিক বোর্ড
নবম স্থান: রক্তিম কুণ্ডু, দিশা ডেলফি পাবলিক স্কুল, কোটা, সিবিএসই
দশম স্থান: শ্রীরাজ চন্দ্র, হোলি অ্যাঙ্গেলস স্কুল, কাটোয়া, ইন্ডিয়ান কাউন্সিল ফর সেকেন্ডারি এডুকেশন
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
প্রথম স্থানাধিকারী মহম্মদ সাহিল আখতারের প্রতিক্রিয়া, 'অবশ্যই ভাল লাগছে। অবশ্যই প্রথম হব আশা করিনি। কিন্তু আমার দুই বছরের কঠোর পরিশ্রম এখন সুফল দিচ্ছে দেখে ভাল লাগছে। আমি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজি অর্থাৎ MIT USA-তে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি জ্যোতির্পদার্থবিদ্যা নিয়ে আগ্রহী। সেই দিকেই যেতে চাই।'