কলকাতা : তৃণমূলের শীর্ষস্তরে ফাটলের জল্পনার মধ্যেই, সোমবার গোয়া (Goa) প্রসঙ্গে বলতে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। অন্যদিকে, এদিনই গোয়া সফর বাতিল করেন অভিষেক (Abhishek Banerjee ) । পুরভোটের আগে বিভিন্ন জেলার জন্য তৃণমূলের যে কোঅর্ডিনেটরের তালিকা তৈরি হয়েছে, তাতেও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম নেই।


পুরভোটের প্রার্থীতালিকা নিয়ে বিভ্রান্তি। আসল তালিকা, ওয়েবসাইটে আপলোড করা তালিকা, নানা তালিকার ছড়াছড়ি! আর এর জেরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে ফাটল তৈরি হয়েছে? সেই ফাটলের জেরেই কি এই তালিকা-বিভ্রান্তি?


এখানেও কি ‘আমার তালিকা-তোমার তালিকা’ পরিস্থিতি তৈরি হয়েছে? এই সব প্রশ্নের স্পষ্ট উত্তর না পাওয়া গেলেও, সোমবার পুরভোটের জন্য জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের কো-অর্ডিনেটরদের যে তালিকা প্রকাশ করা হল, তাতে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তালিকায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি সুব্রত বক্সীর শীর্ষস্তরের সাংগঠনিক নেতার নাম থাকলেওতৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। 

আরও পড়ুন :


ডায়মন্ড হারবারে উল্টো ছবি , প্রথম তালিকাকেই মান্যতা দিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল


যা রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করেছে! এরইসঙ্গে এদিন আরও একটি ইঙ্গিতপূর্ণ ঘটনাও ঘটেছে। গত কয়েকমাসে বারবার গোয়া গেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ও প্রশান্ত কিশোরের জুটি গোয়ায় জমি তৈরির চেষ্টা করছে। কিন্তু, সোমবার গোয়ার প্রসঙ্গে বলতে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নামও নিলেন না। বললেন... Somebody!


আর এদিনই গোয়া সফরে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু, শেষ অবধি সফর বাতিল হয়। সূত্রের খবর, এদিন কয়েকজন ঘনিষ্ঠ নেতাকে নিয়ে তিনি বৈঠক করেন। আর এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে,  তৃণমূলের শীর্ষস্তরে কি তাহলে ফাটল চওড়া হচ্ছে? সব মিলিয়ে পুরভোটের আগে তৃণমূলের অন্দরে বিক্ষোভের আবহে জল্পনার পারদ তুঙ্গে।