মনিপুরের ভূমিধসে হতাহতদের মধ্যে দার্জিলিংয়ের ৯ জওয়ান রয়েছেন জানতেই শোকস্তব্ধ মমতা।উল্লেখ্য, আচমকা ভূমিধ্বসে বিপর্যস্ত মণিপুুর। মণিপুরের নোনে জেলায় ভূমিধসে মুখে পড়ে ১০৭ টেরিটোরিয়াল আর্মির একটি ক্যাম্প। যেখানে প্রাণ হারিয়েছে একাধিক। এদিকে সেই হতাহতদের মধ্যে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের ৯ জওয়ান রয়েছেন জানতেই  শুক্রবার সন্ধ্যায় টুইটে দুঃখপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


আরও পড়ুন, দরদরিয়ে ঘাম ! দলীয় কর্মসুচীতে এসে আচমকাই অসুস্থ বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র






শুক্রবার সন্ধ্যায় টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মনিপুরের ভূমিধসে ১০৭ টেরিটোরিয়াল আর্মি ইউনিটের হতাহতদের মধ্যে দার্জিলিংয়ের ৯ জওয়ান রয়েছেন, জানতে পেরে আমি মর্মাহত। নিহতদের জন্য গভীর শোক এবং পরিবার- আত্মীয়দের প্রতি সমবেদনা জানাই।' প্রসঙ্গত ইম্ফল-জিরিবাম রেলওয়ের কাজ চলছিল মণিপুরের ওই অংশে। তুপুল ইয়ার্ড রেলওয়ে কন্সট্রাক্টশনের ক্যাম্পের কাছেই মূলত ভূমিধসের ঘটনাটি ঘটে।আচমকাই মণিপুরের নোনে জেলায় ভূমিধসে মুখে পড়ে ১০৭ টেরিটোরিয়াল আর্মির একটি ক্যাম্প। ইতিমধ্যেই মৃত্যুর পাশাপাশি নিখোঁজের সংখ্যা ৫০ ছাঁড়িয়েছে।


এদিকে ভয়াবহ ধসে ইজেই নদীর একাংশ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে অপেক্ষাকৃত নিচু এলাকায় বন্য পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতি নিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ওই স্থানে যুদ্ধকালীন তৎপরতায় বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করছে। মুখ্যমন্ত্রী বীরেন সিংও জরুরী বৈঠক ডেকে পর্যালোচনা করেন। ওই এলাকার লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।