কলকাতা: দোরগড়ায় লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। আর তার আগেই রাজ্যজুড়ে জোট ইস্যুতে নানা কথা উড়ছে আকাশে-বাতাসে। আলোচিত মুদ্রার একপিঠে যদি হয় CAA-NRC ইস্যু, তাহলে অন্যপিঠে বকেয়া DA। আর ঠিক এমনই সময়ই গান্ধীর প্রয়াণ দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করালেন গুরুত্বপূর্ণ কথা। বললেন, 'মনে রাখবেন সামনে আমার বাজেট আছে।' স্বাভাবিকভাবেই এরপরেই রাজ্যবাসীর মনে প্রশ্নের সমুদ্র। কী কী অপেক্ষা করছে রাজ্যের বাজেটে ?


চব্বিশের বাজেটে কী অধরা দাবিগুলির ইচ্ছেপূরণ হবে ? 


প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ডিএ-র ফারাক ৩৬ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪৬ শতাংশ হারে ডিএ পান।  আর এদিকে রাজ্য সরকারের কর্মীরা ১০ শতাংশ হারে ডিএ পান। এদিন রায়গঞ্জের সভায় গিয়ে মমতা বলেন,' বাজেটও গিয়ে আমায় করতে হবে। কেন্দ্রীয় সরকারের কিন্তু এবার বাজেট নেই এবারে।'


তবে কি এবার মাস্ট্রারস্ট্রোক কিছু অপেক্ষা করছে মমতার সরকারের তরফে?


প্রসঙ্গত, গতবারের বাজেটের আগেই দাবি ছিল বকেয়া পঁয়ত্রিশ শতাংশ ডিএ (DA) দিতে হবে। কিন্তু, সেবার বাজেটে তিন শতাংশ ডিএ দেওয়ার কথা বলা হয়। বাজেট রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য ৩ শতাংশ হারে DA-র ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। এতেই ক্ষোভ উগরে দিয়েছিল আন্দোলনকারী সরকারি কর্মী ও পেনশনারদের সংগঠনগুলো। এরপরেই বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছিল। যদিও সেই ছবি লোকসভা ভোটের আগের কতটা বদলাবে ? দীর্ঘদিনের দাবি নিয়ে তবে কি এবার মাস্ট্রারস্ট্রোক কিছু অপেক্ষা করছে মমতার সরকারের তরফে? সবই সময় বলবে। 


NRC


এরপরেই মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রের তরফে কিছু না থাকলেও,'..কিন্তু বকবে ওরা অনেক। আবার বলবে NRC করব। ইউনিফর্ম সিভিল কোড করব।আবার বলছে একতন্ত্র চলবে। গনতন্ত্র চলবে নয়। আপনারা কি এসব চান ?'এদিকে একদিকে 'একসপ্তাহেই CAA কার্যকর হবে', গতকাল শান্তনু ঠাকুরের দাবির পর স্বাভাবিকভাবেই গর্জে উঠেছেন তৃণমূলসুপ্রিমোও। 


আরও পড়ুন, লোকসভায় '৪২ এ ৪২..', হাওড়ায় তৃণমূলের দেওয়াল লিখন ঘিরে তুমুল চাঞ্চল্য


 মূলত, ১ সপ্তাহের মধ্যে CAA লাগুর দাবি করেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন,'ভারতবর্ষে CAA লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী ১ সপ্তাহের মধ্য়ে পশ্চিমবঙ্গ-সহ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য়ে CAA লাগু হবে।'  এরপরেই মমতা বলেন,' শুধু ভোটার লিস্টে নামটা রাখতে বলুন। যাতে NRC-র নাম করে তাদের বাদ দিয়ে না দেয়। NRC নিয়ে লড়াই করেছে কে? রাজবংশী বন্ধুরা আপনারা তো ইতিমধ্য়েই নাগরিক। নতুন করে ক্য়া ক্যা করে চিৎকার করছে। এটা ফ্যা ফ্য়া ভোটের রাজনীতি করার জন্য। আপনারা সবাই নাগরিক। আপনাদের সবাইকে নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি।'


 


আরও পড়ুন, নরেন্দ্রপুরকাণ্ডে 'কাউকে গ্রেফতার সম্ভব হয়নি..', বারুইপুর পুলিশ জেলার সুপারকে তলব হাইকোর্টে