কলকাতা:  টানা বৃষ্টিতে বেসামাল অবস্থা উত্তরবঙ্গে (North Bengal)। উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তবে এদিন একাধিক ইস্যুতে ফের কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM)। 


মুখ্যমন্ত্রী বলেন, 'এবারও মনিটরিং সিস্টেম চালু করতে হবে। গঙ্গার ভাঙন ঠেকাতে ড্রেজিংও করেনি কেন্দ্র। আজ পর্যন্ত কোনও টাকা দেয়নি কেন্দ্র। না জানিয়ে বলছে ফের ফরাক্কা চুক্তি পুনর্নবীকরণ করবে। আবার বলছে তিস্তার জলও দিয়ে দেবে।তিস্তার জল আছে যে দিয়ে দেবে? উত্তরবঙ্গের কেউ খাবার জল পাবে না। সিকিম ১৪টি জলবিদ্যুৎ কেন্দ্র করল, তখনই তো দেখা উচিত ছিল। আমরা বারবার বলেছি, কিন্তু কেন্দ্র কোনও পদক্ষেপ নেয়নি, তাই এত দুর্ভোগ। প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করেও, রেহাই পাচ্ছি না। রাস্তায় ধস নেমেছে, সঙ্গে সঙ্গে কেন্দ্রকে জানাতে হবে। ওই রাস্তা দিয়ে সেনাবাহিনী যাতায়াত করে, এটা ওদের জানাতে হবে। জলপাইগুড়িতে ৯টি ফ্লাড সেন্টার তৈরি করা হয়েছে।'


মূলত গত মাস থেকেই অতিবৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। যার জেরে সমস্যা বেড়েছে বাসিন্দাদের। লাগাতার বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। এদিকে সম্প্রতি টানা বৃষ্টিতে তিস্তায় জলচ্ছ্বাস দেখা গিয়েছে গত মাস থেকেই। এদিকে তার উপরে রাম্বি ও কালিঝোরা ড্যামের থেকেও জল ছাড়া হয়েছিল।যার জেরে জলমগ্ন হয়ে পড়েছিল তিস্তা বাজার এলাকা। তিস্তা ব্যারেজ থেকে বারংবার জল ছাড়তেই ফুলে ফেঁপে উঠেছিল। তিস্তার জল ঢুকে প্লাবিত হয়ে পড়ে জলপাইগুড়ির মালবাজারের টোটগাঁও।এদিকে, মাস পড়তে টানা বৃষ্টিতে তো রাশ পড়লই না, উল্টে লাগাতার বৃষ্টিতে এবার উদ্বেগ বাড়ছে।


আরও পড়ুন, শনি-রবি দিঘা যাওয়ার প্ল্যান? কলকাতা স্টেশন থেকে ছাড়ছে স্পেশ্যাল ট্রেন, জেনে নিন সময়সূচি


অপরদিকে, আইএমডি কলকাতা সূত্রে খবর, আগামীকাল উত্তরবঙ্গের ৬ জেলায় ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  উত্তরবঙ্গের ৬ জেলা মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে  প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। ১০ জুলাই বুধবার উত্তরবঙ্গে বৃষ্টি নিয়ে  কমলা ও একটি জেলায় লাল সতর্কতাও জারি করা হয়েছে।উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি,  কোচবিহার, কালিম্পংয়ে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এবং আলিপুরদুয়ারে থাকছে লাল সতর্কতা জারি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।