হাওড়া : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রাক্কালে রাজ্যে বড়সড় নিয়োগ-ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) নবান্নে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য সাড়ে ২৫ হাজার শিক্ষক নিয়োগ। মুখ্যমন্ত্রীর ঘোষণা, প্রাথমিকে ১১ হাজার ও উচ্চপ্রাথমিকে ১৪ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। 'দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য সরকার বদ্ধপরিকর' বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ২০০ অধ্যাপক নিয়োগের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।
আগামী এক বছরের মধ্যে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী এক-দু'মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়ার জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে একাধিক দুর্নীতির অভিযোগ, চাকরি বাতিল থেকে চাকরিপ্রার্থীদের আন্দোলন, গত কয়েকমাস ধরে রাজ্য ও রাজ্য-রাজনীতি সরগরম। এর মাঝেই প্রাথমিক, উচ্চ প্রাথমিকে শিক্ষক সহ বিভিন্ন বিভাগে নিয়োগ বড় চমক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
একঝলকে মুখ্যমন্ত্রীর নিয়োগ ঘোষণা-
- ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- ৯৪৯৩ জনকে অঙ্গনওয়াড়ি পদে নিয়োগের ঘোষণা।
- বিভিন্ন পদে আরও ১৭হাজার কর্মসংস্থান তৈরির ঘোষণা।
- ২ হাজার চিকিৎসক, ৭ হাজার নার্স নিয়োগের ঘোষণা।
- গ্রুপ ডি-তে ১২ হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- গ্রুপ ডি-তে ৩ হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- ১১ হাজার প্রাথমিক, ১৪ হাজার ৫০০ উচ্চপ্রাথমিকে নিয়োগের ঘোষণা।
- কলেজ-বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ২০০ জন অধ্যাপক নিয়োগ।
- পুলিশের বিভিন্ন পদে ২০ হাজার নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- আবগারি দফতরে কনস্টেবল পদে ৩ হাজার নিয়োগের ঘোষণা ।
আরও পড়ুন- ফের আক্রান্ত পুলিশ, গরু চোর সন্দেহে মারধরের সময় অভিযুক্তকে উদ্ধার করতে গিয়ে আক্রমণের মুখে
মুখ্যমন্ত্রীর নিয়োগ-ঘোষণার পরই শুরু হয়ে গিয়েছে তীব্র রাজনৈতিক তরজা। নিয়োগের ঘোষণার পাশাপাশি, এ দিন বিরোধীদেরও বার্তা দেন মমতা। তাঁর মতে, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, অথচ চাকরি বাতিল করা, নিয়োগে বাধা দেওয়ায় বিশেষ সক্রিয়তা দেখাচ্ছেন কিছু রাজনীতিক। রাজ্যের যুবসমাজের স্বার্থে তাঁরা এ থেকে বিরত থাকলেই ভাল বলে এদিন বার্তা দেন মমতা। পাল্টা রাজ্য সরকারের নিয়োগ ঘোষণাকে কটাক্ষ করেছে বিরোধীরা
আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা