আশাবুল হোসেন, কলকাতা: বাংলাকে শিল্পের আদর্শ জায়গা হিসেবে বারবার তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাণিজ্য সম্মেলন থেকে জনসভা, বারবার শিল্পের জন্য সওয়াল করেছেন মমতা। সোমবার ফের একই সুর শোনা গেল নেতাজি ইন্ডোরের সভাতেও। বাংলাই আগামী দিনে বিনিয়োগের গন্তব্য। শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়াতে বদ্ধপরিকর রাজ্য সরকার। নেতাজি ইন্ডোরের সভা থেকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। বিনিয়োগকারীদের সাহায্যে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে শিল্প দফতর। সেখানে সমস্যার কথা জানালে, দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)।


কী বার্তা মুখ্যমন্ত্রীর:
এখন রাজ্য সরকারের পাখির চোখ শিল্পায়ন। উদ্দেশ্য আরও কর্মসংস্থান তৈরির। সেই লক্ষ্যেই এগোচ্ছে রাজ্য সরকার। সোমবার নেতাজি ইন্ডোরের সভায় শিল্পায়নের পক্ষে জোরাল সওয়াল করে এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, 'কৃষিক্ষেত্রে বাংলা প্রথম হয়েছে। এবার লক্ষ্য শিল্প'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'আমাদের কর্মসংস্থান লক্ষ্য। কর্মসঙ্কোচন নয়। বাংলা শুধু আজকেই নয়, আগামী দিনেরও বিনিয়োগের গন্তব্য। ৩৪ বছরে শিল্পকে তছনছ করে দিয়েছে বামেরা। কেন্দ্রীয় সংস্থাগুলি রেল, সেল বেচে দিচ্ছে। শিল্প না হলে ভাইবোনেরা মাথা তুলে দাঁড়াবে কী করে?' এদিনের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা সাংস্কৃতিক পর্যটনের গন্তব্য, আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত রাজ্য। আগামী ২৩ মার্চ বার্লিনে দেওয়া হবে পুরস্কার। সম্ভব হলে আমি নিজে পুরস্কার নিতে যাব। কন্যাশ্রী ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জে সম্মানিত। বাংলায় ৪৫ হাজার মেয়ে চাকরি পেয়েছে। উত্কর্ষ বাংলা তার উত্কর্ষতার মান রাখছে। ই-মেলে চাকরির নিয়োগপত্র চলে যাচ্ছে। দুর্গাপুজোয় ৪০ হাজার কোটি টাকার ব্যবসা হয়। ডেকরেটর, শিল্পীরাই পুজোয় বেশি আয় করেন। রাজ্যের বাইরে যাওয়ার দরকার নেই। চাকরি আপনার দরজায় এসে আপনাকে ডাকবে। বাইরে গিয়ে কাজ করুন, অল্প সময় থেকে ফিরে আসুন।''


অভিযোগ জানাতে নতুন নম্বর:
বাংলায় শিল্পায়ন ঘিরে জমি, সিন্ডিকেট, তোলাবাজি, দাদাগিরি - বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে। তা নিয়ে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন একটি হোয়াটসঅ্যাপ নম্বর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যেখানে অভিযোগ করা যাবে।


কোন নম্বর?
হোয়াটসঅ্যাপ নম্বরটি হল - ৯০৬২০৩৭৭৭৭ 


মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিনিয়োগকারীরা কোনও সমস্যায় পড়লে, ওই নম্বরে অভিযোগ জানাতে পারবেন। চটজলটি সমাধানের ব্যবস্থা করবে শিল্প দফতর।' এদিন নেতাজি ইন্ডোর থেকে জলপাইগুড়ির রানিনগরে নরম পানীয়ের কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ওই কারখানার ৬৬ শতাংশই মহিলা কর্মী।


আরও পড়ুন: আজ ১১ হাজার নিয়োগপত্র দেওয়া হচ্ছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর