দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: একশো দিনের টাকা নিয়ে ফের কেন্দ্রকে নিশানা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পাঁচ মাস ধরে টাকা দিচ্ছে না কেন্দ্রের সরকার। এদিন জঙ্গলমহল সফরের আগে দুর্গাপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী (Chief Minister)। সেখানেই এদিন সাংবাদিকদের সামনে একশো দিনের প্রকল্পের বকেয়া নিয়ে সরব মমতা।


মমতার হুঁশিয়ারি:
তিনি বলেন, 'ডিসেম্বর থেকে পাঁচ মাস ধরে টাকা দিচ্ছে না কেন্দ্র। নিয়ম রয়েছে ১৫দিনের মধ্যে টাকা পাওয়ার। কিন্তু গরিব লোকগুলো টাকা পাচ্ছে না। এটা আমাদের প্রাপ্য টাকা। কেন্দ্র দয়া করছে না। আবাস যোজনা, একশো দিনের কাজে প্রথম বাংলা। এটা কেন্দ্রের টাকা নয়, রাজ্যের প্রাপ্য। একশো দিনের টাকা না দিলে বাংলা থেকে দিল্লি ছড়াবে আন্দোলন।'


আন্দোলনের নির্দেশ:
কেন্দ্র ১০০ দিনের বকেয়া না দেওয়ার বুথস্তর থেকে আন্দোলন গড়ে তোলার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী ৫ ও ৬ জুন ব্লক ও বুথে বুথে আন্দোলন করার ডাক। তৃণমূলের সঙ্গেই তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূলের যা যা শাখাসংগঠন রয়েছে সবাইকে এই আন্দোলন কর্মসূচি করার নির্দেশ মমতার। গ্রাম থেকে শহরে সর্বত্র তৃণমূল স্তরে আন্দোলন গড়ে তোলার কথা বলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রতিটি বুথে বুথে, গ্রামগঞ্জে মিছিল করার কথা বলব, শহরেও মিছিল করার কথা বলব।' 


বকেয়া নিয়ে আগেও সরব:
এর আগেও কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া আটকানোর অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন মমতা।  এর আগে চলতি মাসেই কলকাতার টাউন হলে একটি কর্মসূচিতে কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া আটকে রাখার অভিযোগ তোলেন মমতা। সেখানে তিনি বলেছিলেন, 'দুয়ারে সরকার, পাড়ায় সমাধান থেকে কন্যাশ্রী, ১০০ দিনের কাজ। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তুলে নিয়ে যাচ্ছে। ১০০ দিনের কাজে কেন্দ্র টাকা দিচ্ছে না। রাজ্যের যে কোনও সমস্যা আমরা সমাধান করতে পারি।'

আরও পড়ুন: 'বিজেপি-র দালালি করছেন, পুতুলনাচ চলছে', একযোগে ধনকড়কে আক্রমণ তৃণমূলের