কলকাতা: সাগরদিঘি উপনির্বাচনে বাজিমাত বাম-কংগ্রেস জোটের। তা নিয়ে প্রতিক্রিয়া জানালেন তৃণমূলনেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাম-কংগ্রেস জোট অনৈতিক বলে দাবি করলেন তিনি। জানালেন, পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে উপনির্বাচনে (Sagardighi Bypolls) জয় হাসিল করলেও, আদতে বাম-কংগ্রেসের নৈতিক হার হয়েছে। বাম এবং বিজেপি-র ভোট কংগ্রেসে চলে গিয়েছে বলেও মন্তব্য করেন মমতা। 


আদতে বাম-কংগ্রেসের নৈতিক হার হয়েছে, দাবি মমতার


বৃহস্পতিবার তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের পাশাপাশি বাংলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। তাতে তৃণমূল এবং বিজেপি-কে হারিয়ে জয়ী হয়েছে বাম-কংগ্রেস জোট। এ দিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে সেই নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বলেন, সাগরদিঘি উপনির্বাচনে আমরা হেরেছি। কাউকে দোষ দেব না আমি। গণতন্ত্রে নির্বাচনী রাজনীতিতে হার-জিত লেগেই থাকে। কিন্তু এখানে অনৈতিক একটি জোট হয়েছে, যার তীব্র নিন্দা করছই আমরা। 


বাংলায় বিজেপি, কংগ্রেস এবং সিপিএম-এর মধ্যে লেনদেনের সম্পর্ক বলেও এ দিন কটাক্ষ ছুড়ে দেন মমতা। তাঁর দাবি, বিজেপি-র ভোট গুনলে দেখা যাবে, তাদের প্রাপ্ত ভোটের হার ছিল ২২ শতাংশ। এ বার নিজেদের ১৩ শতাংশ ভোট কংগ্রেসকে হস্তান্তরিত করেছে। সিপিএম-কংগ্রেসের মধ্যে লেনদেন রয়েইছে, বিজেপি-ও তাদের ভোট কংগ্রেসকে দিয়েছে। 


আরও পড়ুন: Mamata Banerjee: জোট হবে মানুষের সঙ্গে, '২৪-এ কারও হাত ধরবে না তৃণমূল, জানিয়ে দিলেন মমতা


মমতা জানিয়েছেন, বিরোধীদের ভোটের সমীকরণ তাঁর কাছে জলের মতো পরিষ্কার। তাই চুপিচুপি এসব না করলেও পারে বিরোধী দলগুলি। মমতার বক্তব্য, "মজার কথা হল, এত চুপিচুপি কী করার আছে। কংগ্রেস নেতাকে অভিনন্দন যে উনি ইতিমধ্যেই বিষয়টি স্বীকার করেছেন। মেনেছেন যে, বিজেপি, সিপিএম সাহায্য করছেন তাঁদের। সত্য বলার জন্য ধন্যবাদ। আমরা তো বলেই আসছি, এটা অনৈতিক জোট। বিজেপি-র সাহায্য় নিয়ে মমতাকে হারালে, নিজেদের বিরোধী বলেন কী করে!"


 বিজেপি, কংগ্রেস এবং সিপিএম-এর মধ্যে লেনদেনের সম্পর্ক, কটাক্ষ ছুড়ে দেন মমতা


নির্বাচনে সাম্প্রদায়িক কার্ডও খেলা হয়েছে বলে দাবি করেন মমতা। মমতার দাবি, বিজেপি বারবরের মতোই সাম্প্রদায়িক কার্ড খেলেছে। কিন্তু সিপিএম এবং কংগ্রেস তার থেকেও বেশি করেছে। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু এ থেকে শিক্ষা নিচ্ছেন তাঁরা। এর পর আর কংগ্রেস অথবা সিপিএম-এর কথা শোনার প্রয়োজন নেই। যারা বিজেপি-র সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে কোনও ভাবেই হাত মেলাবে না তৃণমূল। মমতার কথায়, "একটা নির্বাচন হয়ত জিতেছে, কিন্তু ওদের নৈতিক হার হয়েছে।"