কলকাতা : আজ বিধানসভার অধিবেশনকক্ষে বিধায়ক হিসেবে শপথ নিলেন উপনির্বাচনে (West Bengal By Poll) চার কেন্দ্রের জয়ী প্রার্থীরা। বিধানসভার অধ্যক্ষ তাঁদের শপথবাক্য পাঠ করান।  উপনির্বাচনে খড়দা, গোসাবা, দিনহাটা ও শান্তিপুর কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের চার প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত মণ্ডল, উদয়ন গুহ ও ব্রজকিশোর গোস্বামী। নতুন বিধায়কদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বিরোধীদের আক্রমণ করেন বিবিধ ইস্যুতে। কারও নাম না করেই মুখ্যমন্ত্রীর তোপ, ‘বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনে করেন না, যখন ইচ্ছে হয় তাঁরা আসেন, না হলে আসেন না’। মুখ্যমন্ত্রীর দাবি,  তাঁরা নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেছেন। 

আরও পড়ুন :


পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়িয়ে ৪ লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্র: মমতা বন্দ্যোপাধ্যায়




ফের ভ্যাকসিন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘রাজ্যের আট কোটি মানুষ এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছে। কিন্তু রাজ্যের প্রয়োজন ১৪ কোটি ভ্যাকসিন। ভ্যাকসিনের ডোজ উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র যেভাবে পেয়েছে আমরা পাইনি। ' সেই সঙ্গে তাঁর দাবি ডেঙ্গির কেস এবার অনেকটাই কম। মুখ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গির পজিটিভিটি রেট এবার তুলনায় কম, ম্যালেরিয়ায় এবার এখনও পর্যন্ত দুজন রোগী মারা গেছেন’। তিনি আরও বলেন, সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ হবে না দেউচা-পাচামিতে। জমি দিলে উপযুক্ত ক্ষতিপূরণ, বাড়ি, একজনের কর্মসংস্থান। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী। 



  • ‘পুজোয় কোনও অশান্তির ঘটনা ঘটেনি’

  • ‘আশা করি ছটপুজোয় নির্বিঘ্নে সম্পন্ন হবে’

  • ‘আগামী ১৬ নভেম্বর থেকে চালু হবে দুয়ারে রেশন প্রকল্প’

  • ‘পাড়ায় পাড়ায় গাড়িতে করে পৌঁছে যাবে রেশন’

  • ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে’

  • ‘এর ঋণের গ্যারেন্টার রাজ্য সরকার’

  • ‘ইতিমধ্যেই বহু ছাত্র-ছাত্রী কার্ডের জন্য আবেদন করেছে’

  • ‘রাজ্যের আট কোটি মানুষ এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছে’

  • ‘রাজ্যের প্রয়োজন ১৪ কোটি ভ্যাকসিন’

  • ‘ভ্যাকসিনের ডোজ উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র যেভাবে পেয়েছে আমরা পাইনি’

  • ‘১৬ নভেম্বর থেকে পাড়ায় সমাধান প্রকল্পের কাজ শুরু হবে’

  • ‘১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রকল্প’

  • ‘এই প্রকল্পে পাড়ার ছোটখাটো সমস্যার সমাধান করা হবে’ 

  • দুয়ারে সরকার বিশ্বের সেরা প্রকল্প। আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে দুয়ারে রেশন প্রকল্প। 

  • ‘দেউচা-পাচামিতে কয়লা উত্তোলন শুরু হবে’

  • ‘এই প্রকল্পে যারা জমি দেবেন তাদের জন্য ত্রাণ-পুনর্বাসনের প্যাকেজ হয়েছে’

  • ‘সিঙ্গুরে যেভাবে জমি অধিগ্রহণ হয়েছে সেভাবে জমি নেওয়া হবে না’

  • ‘তাদের কর্মসংস্থান, বাসস্থান সবরকমের ব্যবস্থা করা হবে’

  • ‘পুরুলিয়ার রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে’