কলকাতা: রাজ্যপাল ইস্যুতে উত্তপ্ত বিধানসভা। এই নিয়ে সোমবার বিধানসভার অধিবেশনে সরব হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নাম না করে রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তিনি। রাজ্যপালকে নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি, বিধানসভায় অভিযোগ মমতার।


কী বলেছেন মুখ্যমন্ত্রী?
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে রাজ্যপালকে নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি। তিনি বলেন, 'নন্দীগ্রাম আন্দোলনের সময় কোথায় ছিল? তাঁর বাবাকে মন্ত্রী করতে দিল্লি নিয়ে গেল, ছেলেকে কেন নিয়ে গেল না?'
নাম না করে শুভেন্দুকে নিশানা মমতার। আরও একটি অভিযোগ শোনা যায় মমতার মুখে। তিনি বলেন, 'বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল আমার ভাই আর ভাইয়ের বউকে'


রাজ্যের উপর ঋণের বোঝা চাপানোর অভিযোগ নিয়ে বিরোধীরা বারবার নিশানা করেন রাজ্যের তৃণমূল সরকারকে। তা নিয়েও এদিন সরব হলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'মাথা পিছু দেনা, সিপিএমের জন্য, বিজেপির জন্য, আমাদের জন্য নয়'। তিনি আরও বলেন, 'হীরক রাজার দেশের বাবুমশাইকে জিজ্ঞাসা করুন, কেন্দ্রের দুয়ারে সরকার পুরস্কার পেলাম কেন? যত দোষ তৃণমূলের, তোমরা মহাপুরুষ?' এদিন সিপিএম-বিজেপি-সহ সব বিরোধীদেরই একসারিতে রেখে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।      


এর আগে গরুর দুধে সোনা পাওয়া যায় বলে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। এদিন সেই প্রসঙ্গও উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে।  তিনি বলেন, 'গরুর দুধে সোনা পাওয়া যায়,কয়লাতেও পাওয়া যায়। কোল ইন্ডিয়া, বিসিসিএল কার আন্ডারে?' এদিন রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে বিএসএফ অত্যাচার করছে বলেও বিধানসভায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।


প্রসঙ্গ অর্মত্য সেন:
সম্প্রতি জমি নিয়ে প্রবল টানাপড়েন চলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও নোবেলজয়ী অমর্ত্য সেনের মধ্যে। সম্প্রতি ফের অর্মত্য সেনকে চিঠি পাঠানো হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে। এই টানাপড়েনের মধ্যেই শান্তিনিকেতনে গিয়ে অর্মত্য সেনের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর হাতে জমির নথিও তুলে দিয়ে এসেছিলেন। এবার বিধানসভাতেও তা নিয়ে সরব হলেন তিনি। মমতা বলেন, 'অমর্ত্য সেনের মতো মানুষের বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ করছে! আমরা হলে পায়ে জমি দিয়ে আসতাম।' বিজেপির বিরুদ্ধে বিশ্বভারতীতে রাজনীতি করে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার অভিযোগও করেন মমতা।


আরও পড়ুন: এমন মানুষের বিরুদ্ধে দখলদারির অভিযোগ! আমরা হলে...’ বিধানসভায় মমতার মুখে অমর্ত্যর নাম