সমীরণ পাল, নৈহাটি : উপনির্চাচনের সকালে বড়-মার মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে অপেক্ষারত সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছিলেন নৈহাটির তৃণমূল প্রার্থী। কেন সাধারণের জন্য মন্দির বন্ধ , অথচ দর্শন করছেন রাজনীতিকরা, প্রশ্ন তোলেন অপেক্ষারত মানুষজন। উপনির্বাচনের ফল দেখল, তৃণমূল প্রার্থীকে খালি হাতে ফেরালেন না বড় মা। ভোট দিয়ে আশীর্বাদ করলেন নৈহাটির মানুষও। নৈহাটিতে জয়ী তৃণমূল কংগ্রেস। বিপুল ভোটে। আগের থেকেও বেশি ব্যবধানে। এবার তাই বড় মার কাছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিখ্যাত মন্দিরে পুজো দেবেন তিনি। রাজ্যে উপনির্বাচনে ৬টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল জয়ী হয়েছে। নৈহাটি উপনির্বাচনে জেতার পর, মুখ্যমন্ত্রীর বড়মা-র মন্দিরে পুজো দিতে যাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পুজো দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটি উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রী এই নৈহাটি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রীর এই সফর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসনিক স্তরের শীর্ষ কর্তারা তৎপর।
নৈহাটির বড়মা পুজো সমিতির ট্রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ কর্তারা। বৈঠকে ছিলেন , ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক অন্যান্য পদস্থ আধিকারিকরা। বড়-মা কমিটির সভাপতি তথা নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেন, কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। মুখ্যমন্ত্রীর অনেক দিনের ইচ্ছা বড় মা-কে দর্শন করার। তাই তিনি মঙ্গলবার বড়মা দর্শন করতে আসছেন।
নৈহাটির বড় মা এক সময় ভবেশ-কালী নামেই পরিচিত ছিল। ছিল বাড়ির পুজো, কিন্তু এখন বড় মা সর্বজনের। লাখো লাখো মানুষের আস্থার আশ্রয়। তিনি হয়ে উঠেছেন গোটা নৈহাটির বড় মা। বড়-মা-র টানে সারা বছর দূর দূরান্ত , ভিনরাজ্য, এমনকী বিদেশ থেকেও ছুটে আসেন ভক্তরা। ভক্তমনে বিশ্বাস, বড়-মার কাছে সৎভাবে কিছু চাইলে তিনি ফেরান না। বড়-মার আশীর্বাদ বর্ষিত হয় ভক্তের উপর।
গতবছর বড়-মার শতবর্ষ উদযাপন হয়েছে। শনি ও মঙ্গলবার মায়ের থানে উপচে পড়ে দেশ-বিদেশের ভক্তদের ভিড়। তবে এখানে বছরের ১২ টি অমাবস্যাতেই বিশেষ পুজো হয়। সামনের শনিবার অমাবস্যা। আর তাগের মঙ্গলবার আজ। এদিনই বড় মা দর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন :
লোকসমক্ষে মুখ দেখাতে লজ্জা ! বীভৎস ফুসকুড়ি-ঘা, বড় মার কাছে এসে যা ঘটল...