কলকাতা: 'ভবানীপুর কি ভারতবর্ষের বাইরে নাকি পশ্চিমবঙ্গের বাইরে। বিদেশে থাকা ভারতীয়রা যদি মন কি বাত শোনে আমরাও শুনতে পারি। আমরা ভারতীয়, আমরা প্রধানমন্ত্রীর কথা শুনব। প্রধানমন্ত্রী একবারেও বলেননি আমার দলকে ভোট দিন। আমরাও কেউ ঝান্ডা কাঁধে এখানে আসিনি', ভবানীপুরে মন কি বাতের অনুষ্ঠানে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 


প্রসঙ্গত,  মমতা বন্দ্যোপাধ্যায়ের 'মৃত্যুকুম্ভ' মন্তব্য নিয়ে শোরগোলের মধ্যে এবার কুম্ভকে 'একতার মহাকুম্ভ' বললেন প্রধানমন্ত্রী। ধর্ম নিয়ে কিছু নেতা পরিহাস করছে বলেও এদিন অভিযোগ করেন প্রধানমন্ত্রী। যদিও নিজেদের অবস্থানে অনড় তৃণমূল। তাদের প্রশ্ন, এত মৃত্যুর ঘটনার পরেও, বিজেপিশাসিত উত্তরপ্রদেশ নিয়ে কেন চুপ মানবাধিকার কমিশন? কটাক্ষের সুরে জবাব দিয়েছে বিজেপি।   


 সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,' মহাকুম্ভ আমি নাই বা বললাম। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে।' মহাকুম্ভে বিপর্যয় এবং পুণ্য়ার্থীদের মৃত্য়ু নিয়ে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য় রাজনীতিতে তোলপাড় ফেলেছে! যা নিয়ে একযোগে আক্রমণে নেমেছেন যোগী আদিত্য়নাথ থেকে শিবরাজ সিং চৌহানের মতো নেতারা! মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে, কুম্ভে অব্যবস্থার অভিযোগ তুলে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


মুখ্য়মন্ত্রী বলেছিলেন,'আমি মহাকুম্ভকে সম্মান করি। আমি শ্রদ্ধা জানাই। কিন্তু পরিকল্পনা না করে, এত হাইপ তুলে, এত লোকের মৃত্য়ু! বললেন ৩০ জন। কথাটা কি সঠিক? কত মৃতদেহ ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত? হাজার-হাজার। আটবার আগুন লেগেছে। মৃতদেহের ওপর দিয়ে যাঁরা এই হাইপ তুলছেন, আর টাকা কামানোর জন্য় ধর্মকে বিক্রি করছেন, তাঁদের আমি মন থেকে মেনে নিতে পারি না।'


মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুকুম্ভ মন্তব্য ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতিতে।  উত্তরপ্রদেশ বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র সমালোচনায় সরব হলেন যোগী আদিত্যনাথ। এদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্যকে সমর্থন করলেন অখিলেশ যাদব। এই বাগযুদ্ধের আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন জ্য়োতির্পীঠের শঙ্করাচার্যও। উত্তরপ্রদেশ বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলনেত্রীকে পাল্টা জবাব দিয়েছিলেন যোগী আদিত্যনাথ।   



আরও পড়ুন, ভোগান্তির রেল অবরোধ, হাওড়া-খড়গপুর শাখায় ঘণ্টা তিনেক ব্যাহত রইল পরিষেবা


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)