শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙা: তৃণমূলের (TMC) দলীয় কার্যালয়ে হামলার পাশাপাশি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা শহর (Mathabhanga News) সংলগ্ন কান্দুরামোড় এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, মাথাভাঙা ১ নম্বর ব্লকের হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কান্দুরামোড় এলাকায় গত পঞ্চায়েত নির্বাচনের আগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে একটি দলীয় কার্যালয় তৈরি করা হয়েছিল। বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ পার্টি অফিসটি বন্ধ করে চলে যাওয়া হয়। কিন্তু, শুক্রবার ভোরে পথচলতি মানুষের নজরে আসে পার্টি অফিসটিতে ভাঙচুর চালানো হয়েছে। খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীরা ঘটনাস্থলে আসেন। এরপরই ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। 


আরও পড়ুন: Paschim Medinipur: পুুলিশি অত্যাচারের অভিযোগ পরিবারের, হাইকোর্টের নির্দেশে ময়নাতদন্ত ডেবরায় মৃত বিজেপি কর্মীর


এই কথা জানিয়ে মাথাভাঙা ১ নম্বর বি ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হাসেম আলি আরও বলেন, সাধারণ মানুষের কাছে শুনে এসে দেখতে পান পার্টি অফিসটির দরজা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের ভেতরে ঢুকে দেখা যায় ভেতরে থাকা টিভি এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্সও ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। রাতে পার্টি অফিস বন্ধ করে চলে যাওয়ার পর অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরাই এই কাজ করেছে। এই বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হচ্ছে।"


পার্টি অফিস যারা ভাঙচুর করেছে সেই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলের পাশাপাশি মাথাভাঙা-হাজরাহাট গামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। খবর পেয়ে পেয়ে মাথাভাঙা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। পরে পুলিশের আশ্বাসের অবরোধ তুলে নেয় তৃণমূল নেতৃত্ব।


বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ানোর পাশাপাশি রাস্তা অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয় মাথাভাঙা-হাজরাহাটগামী রাস্তায়। পুলিশ অবিলম্বে দোষীদের গ্রেফতার না করলে পরিস্থিতি আরও খারাপ হতে বলে ধারণা স্থানীয় মানুষদের। 


প্রসঙ্গত উল্লেখ্য, কোচবিহারে বিজেপিকে হারিয়ে লোকসভা ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। তারপর থেকে ভাঙন ধরেছে গেরুয়া শিবিরে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: High Court: 'মঙ্গলবারের মধ্যে সব ঘরছাড়া ব্যক্তি বাড়ি ফিরুক', ভোট-পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা হাইকোর্টের