বাচ্চু দাস, শিলিগুড়ি: ৯ বছর আগে বন্ধ হয়ে গেছে মহানন্দা অ্যাকশন প্ল্যানের (Mahananda Action Plan) কাজ। এবার তা ফের শুরু করতে উদ্যোগী হলেন শিলিগুড়ির (Sikiguri) নবনির্বাচিত মেয়র গৌতম দেব (Goutam Deb)।


শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipal Corporation) সূত্রে খবর, নদী সংস্কারের জন্য গত সপ্তাহে কেএমডিএ-র (KMDA) আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন গৌতম দেব। প্রকল্পের কাজ শুরু করতে হয়েছে সমীক্ষাও। প্রথম পর্যায়ে কাজের জন্য ৬২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।


এ বিষয়ে শিলিগুড়ির মেয়র জানিয়েছেন, ‘সার্ভের কাজ হয়ে গিয়েছে। কেএমডিএ-র সঙ্গে কলকাতায় গিয়ে বৈঠক করেছি। আগামী ২ মাসের মধ্যেই কাজ শুরু হবে। নদীতে দূষণ বেড়েছে। সেসব কথা মাথায় রেখেই কাজ করা হবে।’


আরও পড়ুন ২ সপ্তাহ বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর


নদী সংস্কারের জন্য কয়েক বছর আগে মহানন্দা অ্যাকশন প্ল্যান প্রকল্প গ্রহণ করা হয়। দায়িত্ব দেওয়া হয় শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদকে। ড্রেজিংয়ের পাশাপাশি নদীর দু’পাড়ে সৌন্দর্যায়ন ও মহানন্দার শাখা নদীর জল পরিশ্রুত করার পরিকল্পনা করা হয়। কিন্তু, নানা কারণে প্রকল্পের কাজ শুরু না হওয়ায় ২০১৩ সালে ফিরে যায় কেন্দ্রের বরাদ্দ করা টাকা।


তৃণমূল পরিচালিত পুরসভা ফের সেই চালু করার উদ্যোগ নেওয়ায় খুশি শিলিগুড়িবাসী। স্থানীয় বাসিন্দা অভিষেক চৌধুরী বলেছেন, ‘নদী বাঁচাতে গেলে রাজনীতি দেখলে হবে না। ভোট ব্যাঙ্কের কথা ভাবলে হবে না। নদীতে দূষণ মারাত্মক বেড়ে গিয়েছে। মানুষকেও সচেতন হতে হবে।’


যদিও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। শিলিগুড়ির বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষ (Sankar Ghosh) বলেছেন, ‘বারবার এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু কাজ হয়নি। দুর্নীতির জন্যেই শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটির থেকে বরাত কেএমডিএ-কে দেওয়া হচ্ছে। আগেরবারও দুর্নীতির জন্যেই কেন্দ্রের টাকা খরচ হয়নি।’


গত কয়েক বছরে মহানন্দার জল দূষণ মারাত্মক হারে বেড়েছে বলে অভিযোগ। এবার সেই সমস্যা মিটবে বলে আশা শিলিগুড়ি পুর কর্তৃপক্ষের।