প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: ফের মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে (Mejia Thermal Power Station) দুর্ঘটনা। কনভেয়ার বেল্টে জড়িয়ে মৃত্যু হল ঠিকা শ্রমিকের। এক মাসের মধ্যে দ্বিতীয়বার দুর্ঘটনার জেরে শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন।


শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন: ফের মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা। কনভেয়ার বেল্টে শরীর জড়িয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম অনন্ত ঘোষ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। সম্প্রতি একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকায় স্বাভাবিক ভাবেই মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সপ্তাহ খানেক আগে বাঁকুড়ার মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে মিনটেনেন্সের কাজ করার সময় সুইচ গিয়ার থেকে আগুন ছিটকে এসে ঝলসে যান এক ইঞ্জিনিয়ার সহ বেশ কয়েকজন শ্রমিক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার কনভেয়ার বেল্টে শরীর জড়িয়ে মৃত্যু হল এক শ্রমিকের।


জানা গেছে ওই শ্রমিক গতকাল সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ ও ৬ নম্বর ইউনিটের টিপি ১১ ট্রান্সফার পয়েন্টে কাজ করছিলেন। আচমকাই পার্শ্ববর্তী কনভেয়ার বেল্টে তাঁর শরীর জড়িয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই কনভেয়ার বেল্টের চাপে ওই শ্রমিকের শরীর দুমড়ে মুচড়ে যায়। পরে ওই স্থান থেকেই তাঁর দুমড়ে মুচড়ে যাওয়া তাঁর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করেন অন্যান্য শ্রমিকরা। মৃত শ্রমিক তাপ বিদ্যুৎকেন্দ্রে ঠিজা শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। অবিলম্বে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন অন্যান্য শ্রমিকরা। এই বিষয় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কোনও উত্তর দেননি। 


গতকাল পথ দুর্ঘটনায় গুরুতর জখম ৯ বছরের বালকের মৃত্যু ঘিরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড ঘটে। চিকিৎসকের দেরিতে আসার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান মৃতের আত্মীয়রা। স্থানীয় সূত্রে খবর, পতিরামের শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছিল পুণ্যার্থীদের দল। সেই দলে ছিল বালুরঘাটের বড় রঘুনাথপুরের বাসিন্দা ৯ বছরের শিবম শর্মা। অভিযোগ, বেপরোয়া টোটো পথচলতি পুণ্যার্থীদের ওপরে উল্টে পড়ায় গুরুতর জখম হয় ওই বালক। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ ঘণ্টা দেরিতে আসেন বলে অভিযোগ। ততক্ষণে মৃত্যু হয়েছে বালকের। এরপরই হাসপাতালে তাণ্ডব চালায় মৃতের পরিবার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: R G Kar Protest: ভাঙা হচ্ছে RG করের 'সেমিনার হল', প্রমাণ লোপাটের অভিযোগ তুলে বিক্ষোভে SFI, DYFI