কলকাতা: শুক্রবার নির্ধারিত সূচী মেনে পরীক্ষামূলক ভাবে হেমন্ত মুখোপাধ্যায় (Hemanta Mukhopadhyay) অর্থাৎ রুবি মোড় স্টেশন (Rubi) থেকে বেলেঘাটা (Beleghata) পর্যন্ত ট্রেন চালাল (Trial runs) কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ (Kolkata Metro)। পরে এই বিষয়ে একটি ফেসবুক পোস্টও করা হয় তাদের অ্যাকাউন্ট থেকে।


ওই পোস্টে লেখা হয়েছে, আজকে ওরেঞ্জ লাইনে (Orange Line) অবস্থিত হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত ট্রায়াল রান করা হয়েছে। সম্প্রসারিত এই অংশে বাণিজ্যিক পরিষেবা চালু করার জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা তা দেখতে দু রাউন্ড ট্রিপ মারা হয়।



প্রসঙ্গত উল্লেখ্য,  নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশ মেট্রোর অরেঞ্জ লাইন। এই অংশের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। গত ১৫ মার্চ থেকে শুরু হয়েছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশের মেট্রো পরিষেবা। আপাতত পরীক্ষামূলকভাবে হচ্ছে যাত্রী পরিষেবা। পরে যাত্রী সংখ্যা দেখে ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ। এই অংশে প্রত্য়েকদিন সকাল ৯টায় প্রথম মেট্রো ছাড়ছে। শেষ মেট্রো ছাড়ছে বিকেল ৪টে ৪০ মিনিটে। ২০ মিনিট অন্তর চলছে মেট্রো। শনিবার ও রবিবার এই অংশে ট্রেন চলছে না। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর দূরত্ব ৫.৪ কিলোমিটার। এই অংশে মোট ৫টি স্টেশন রয়েছে। নূন্য়তম ভাড়া ৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ২০ টাকা।


আরও পড়ুন: Rachana Banerjee: রচনার প্রচারে দেব, 'বড় অ্যাডভান্টেজ পাচ্ছি', জানালেন পর্দার 'দিদি নং ওয়ান'


কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের আশা, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত সেভাবে যাত্রী না হলেও বেলেঘাটা পর্যন্ত ট্রেন চালু হলে পরিস্থিতি বদলে যাবে। তখন অনেকটাই বাড়বে যাত্রী সংখ্যা। খুব তাড়াতাড়ি তাই এই লাইনে পরিষেবা চালু করার প্রক্রিয়া চলছে   


এদিকে আগামীকাল রবিবার জয়েন্ট্র এন্ট্রান্স পরীক্ষা হবে কলকাতায়। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ডের অধীনে হতে চলা এই পরীক্ষা উপলক্ষে কলকাতায় অতিরিক্ত পাঁচ জোড়া ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Mamata Banerjee: সন্দেশখালিতে অস্ত্র রাখল কে? মুখ খুললেন মমতা, BJP-কে বললেন, 'চাকরি খেয়ে ভোটে জেতা যায় না'