অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পুজোর আগেই চালু হতে পারে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা। মাঝেরহাট মেট্রো স্টেশন পরিদর্শনের পর জানালেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার। ২০২৬ সালে জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করছেন মোট্রো কর্তারা।


পুজোর আগেই মাঝেরহাট মেট্রো? নানা জট কাটিয়ে মাঝেরহাট মেট্রো স্টেশনের কাজ শুরু হয়েছিল আগেই। এবার শেষ হতে চলেছে শহরতলির বাসিন্দাদের অপেক্ষার দিন। পুজোর আগেই চালু হতে পারে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা। জানালেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার মাঝেরহাট স্টেশন পরিদর্শন করেন তিনি। জোকা-বিবাদী বাগ রুটে বর্তমানে জোকা থেকে তারাতলা পর্যন্ত চলছে মেট্রো। মেট্রোরেল সূত্রে খবর, জোকা-তারাতলা রুটে তেমন ভিড় হচ্ছে না। ফল আর্থিকভাবে বিশেষ লাভ হচ্ছে না। মাঝেরহাট পর্যন্ত পরিষেবা চালু হলে মাঝেরহাট স্টেশনেই ৫০ হাজার যাত্রীর পা পড়বে বলে আশা করছেন মেট্রো কর্তারা।                             

২০১৮ সালে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় মেট্রোর কাজ। মাঝেরহাটের যেখানে নতুন ব্রিজ তৈরির সিদ্ধান্ত হয়, সেখানে মেট্রো প্রকল্পের কাজ নিয়ে তৈরি হয় জটিলতা । নতুন মাঝেরহাট ব্রিজের গা ঘেঁষে মেট্রোর পিলার বসানো ঘিরে রেল ও রাজ্যের মধ্যে টানাপোড়েন চলে। সব জট কাটিয়ে মাঝেরহাটে মেট্রো প্রকল্পের কাজ চলছে পুরো দমে। ২০২৬ সালে জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করছেন মেট্রো কর্তারা।


গত ২০ এপ্রিল গঙ্গার নিচ দিয়ে শুরু হয়েছে  ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) ট্রায়াল রান। একপারে কলকাতা, অপর পারে হাওড়া। মাঝখানে বয়ে গেছে গঙ্গা। সেই গঙ্গার নিচ দিয়ে দুই পাড়ের দুই শহরকে জুড়ে দিল মেট্রো। ইতিহাসের পাতায় একসঙ্গে নাম লেখা হল দুই শহরের। গত ১২ এপ্রিল হয়েছিল রেক মুভমেন্ট টেস্ট রান।বৃহস্পতিবার থেকে শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ট্রায়াল রান। প্রথম গতি দেখা হবে। বাড়ানো হবে। রেক পরীক্ষা হবে। সুরক্ষার দিক গুলি দেখা হবে। এদিন বেলা ১২টা নাগাদ একটি রেক হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যায়। পরে ফিরে আসে সেটি।


আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি