অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শেষ হতে চলেছে ফুলবাগান (Phoolbagan) থেকে শিয়ালদা (Sealdah) পর্যন্ত মেট্রো (Metro) চালুর সময়সীমা। অথচ এখনও শুরুই হল না পরিষেবা। কবে হবে, তা নিয়ে ধোঁয়াশায় মেট্রো কর্তৃপক্ষ।

   


কবে চালু শিয়ালদা মেট্রো? প্রস্তুতি সারা। যাবতীয় পরিকাঠামোগত কাজও শেষ। ছাড়পত্র মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটিরও (Commissioner of Railway Safety)। কিন্তু বারবার দিন বদলেও, এখনও পর্যন্ত চালুই হল না ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা। অথচ ২.৩ কিলোমিটার এই পথ চালু করতে হলে মেট্রো কর্তৃপক্ষের হাতে সময় রয়েছে ২৩ জুন পর্যন্ত। সূত্রের খবর, এখনও পর্যন্ত যা গতিপ্রকৃতি তাতে এই ক’দিনে ফুলবাগান-শিয়ালদা পথে মেট্রোর চাকা গড়ানোর আশা ক্ষীণই নয় অসম্ভবও।


কলকাতা মেট্রো সূত্রে খবর, শিয়ালদা পর্যন্ত পরিষেবা চালুর জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির থেকে গত ২৩ মার্চ ছাড়পত্র মিলেছিল। নিয়ম অনুযায়ী, ছাড়পত্র মেলার ৩ মাসের মধ্যে তা কার্যকর করতে হয়। যার সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। ফলে নির্ধারিত সময় ফুরিয়ে গেলে, আবার ছাড়পত্র নিতে হবে। তারপর রেল বোর্ড থেকে অনুমতি নিয়ে পরিষেবা চালু করতে হবে এখানেই প্রশ্ন উঠছে কী পদক্ষেপ করবে মেট্রো কর্তৃপক্ষ?


সূত্রের খবর, সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হতে পারে কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে। তবে তা সম্ভব না হলে, নতুন করে সব কিছু শুরু করতে হবে। বর্তমানে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত ৬.৬ কিমি পর্যন্ত চলে ইস্ট ওয়েস্ট মেট্রো। যা এখনও অলাভজনক বলেই জানা গেছে। এই অবস্থায় কর্তৃপক্ষের আশা ছিল, শিয়ালদা পর্যন্ত পরিষেবা চালু হলে বাড়বে যাত্রী সংখ্যা। সেইমতো প্রস্তুতিও নেওয়া হয়। প্রথমে ঠিক ছিল পয়লা বৈশাখ সূচনা হবে শিয়ালদা মেট্রো স্টেশনের। কিন্তু পরপর বদলাতে থাকে উদ্বোধনের দিন। এরইমধ্যে ঘটে যায় বউবাজার বিপর্যয়।ফলে ফের পিছোয় সময়সীমা। আর বাস্তবে এমন পরিস্থিতি যে, ২৩ তারিখও তা কার্যকর হওয়া কার্যত অসম্ভব। কবে নতুন পথে ছুটবে মেট্রো, তারই অপেক্ষায় দিন গুনছেন বহু মানুষ।


আরও পড়ুন: Eastern Railway: পূর্বাঞ্চলে ট্রেন চালাতে আগ্রহী নয় কোনও বেসরকারি সংস্থা! চিন্তায় রেল