সমীরণ পাল, রঞ্জিত সাউ, সোমনাথ দাস: বেলাগাম করোনা (Covid19)। সংক্রমণ রুখতে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), হুগলিতে (Hooghly) ফিরল মাইক্রো কনটেইনমেন্ট জোন (Micro Containment Zone)। ব্যারাকপুরে বেশ কয়েকটি এলাকা মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। ৪১টি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা হয়েছে বিধাননগর পুর এলাকায়। হুগলি জেলার ৩৪টি জায়গায় হয়েছে মাইক্রো কনটেনমেন্ট জোন।
করোনা গ্রাসে গোটা রাজ্য। কলকাতার পিছু নিয়ে, উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ চার অঙ্ক পেরিয়ে গেছে। এক সপ্তাহে শুধু বিধাননগর পুর এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ২০০ জন। ব্যারাকপুরে গত তিনদিনে সংক্রমিতের সংখ্যা ৩০। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠায়, ফের উত্তর ২৪ পরগনার একাংশে ফিরল মাইক্রো কনটেনমেন্ট জোন। বিধাননগরের ৪১টি ওয়ার্ড মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা হয়েছে। অন্যদিকে, ব্যারাকপুরের ১৭টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন চিহ্নিত করেছে প্রশাসন। বিধাননগরের যে সমস্ত এলাকা মাইক্রো কনটাইনমেন্ট জোন হিসেবে ঘোষণা হয়েছে, সেখানে পুলিশের তরফে করা হচ্ছে সচেতনতামূলক প্রচার।
ব্যারাকপুর পুরসভা সূত্রে খবর, ১৭টি বাড়িতে ৩০ জন সংক্রমিত হয়েছেন। সংশ্লিষ্ট এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করে, বাড়ি বাড়ি পোস্টার সাঁটানো হয়েছে। পুরসভার প্রশাসক উত্তম দাস বলেন, “যে এলাকাগুলো কনটেনমেন্টে সেই সব এলাকা স্যানিটাইজ করছি। পুরসভাই সব ব্যবস্থা করছে। ওই বাড়িতে যাতে কেউ না ঢোকে বা বেরোয় তার জন্য পোস্টার দিচ্ছি ওই সব বাড়িতে।’’
গত তিনদিনে দ্বিগুণের বেশি সংক্রমণ বেড়েছে হুগলি জেলায়। শহরের পাশাপাশি, হুগলি জেলার গ্রামীণ এলাকায় হু হু করে বাড়ছে সংক্রমণ। রাশ টানতে, হুগলি জেলার ১৪টা গ্রাম পঞ্চায়েত এলাকা এবং ৬টি পুরসভার ২০টি ওয়ার্ড মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, বাঁকুড়া পুর এলাকায় লাফিয়ে বাড়ছে সংক্রণ। ১১ নম্বর ওয়ার্ডে ২টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন চিহ্নিত করেছে প্রশাসন।
আরও পড়ুন: Kolkata COVID Update: কলকাতা পুলিশেও করোনার ধাক্কা, আইপিএস অফিসার-সহ সংক্রমিত ১২১