সুনীত হালদার, হাওড়া: প্রায় ৯ দিন পর জামিন পেলেন মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। জামিন পেলেন ডিওয়াইএফআইয়ের (DYFI) রাজ্য নেত্রী। ২৬ ফেব্রুয়ারি হাওড়া (Howrah) গ্রামীণ সুপারের অফিস ঘেরাও অভিযানের পর গ্রেফতার। পুলিশের ওপর হামলার অভিযোগে মীনাক্ষী সহ গ্রেফতার হন ১৬ জন। গ্রেফতারির পর ৩ বার ধৃতদের জামিনের আবেদন খারিজ করে আদালত। আজ জামিন মঞ্জুর হাওড়া আদালতের (Howrah Court) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শর্তসাপেক্ষে জামিন দেয়। জানানো হয়েছে তদন্তের স্বার্থে হাজিরা দিতে হবে পুলিশের কাছে। নির্দেশ হাওড়া আদালতের (Howrah Court) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের।
উল্লেখ্য, ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজ্য। হাওড়ার পাঁচলায় SFI-DYFI-এর কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বাঁধে। মীনাক্ষী মুখোপাধ্যায়দের গ্রেফতারির প্রতিবাদে উত্তেজনা ছড়ায় কলকাতার রাজপথেও। এদিকে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সের বিশেষজ্ঞদের নিয়ে আনিসের (Anis Khan) বাড়িতে সিটের সদস্যরা যান। সঙ্গে দ্বিতীয়বার ময়নাতদন্তকারী চিকিৎসক। ছিলেন বারাসাতের জেলা আদালতের বিচারক। আনিস খানের মৃত্যুর ঘটনায় তদন্তে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞদের সাহায্য নিলেন তদন্তকারীরা। ঘটনাস্থল পরীক্ষা করলেন সিএফএসএলের বিশেষজ্ঞরা।
১৭ দিন আগে একটি মৃত্যু। আর সেই মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন। কীভাবে মৃত্যু হল? তদন্তে রাজ্য সরকার সিট (SIT) গঠন করে। গত ১৫ দিন ধরে ছাত্রনেতার মৃত্যু কীভাবে হল তার তদন্ত করছে। ইতিমধ্যে মামলা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। ১৫ দিন পর সিটের রিপোর্ট পেশ করার কথা থাকলেও ১০ মার্চ হাইকোর্টে রিপোর্ট পেশ করবে সিট। পরিবারের অভিযোগ, ছাদ থেকে ফেলে দিয়ে পুলিশই আনিসকে খুন করছে। সিটের তদন্তকারীরা তদন্ত করে দেখছেন পরিবারের অভিযোগ সত্যি না কি প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন না আত্মহত্যা করেন? না কি দুর্ঘটনা? এদিন সিটের দুই তদন্তকারী অফিসার সহ আনিস খানের মৃত্যুর ঘটনায় তদন্তে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞদের সাহায্য নিলেন তদন্তকারীরা।
আরও পড়ুন: Jagdeep Dhankar: ''গণতন্ত্রের পক্ষ অশুভ, এমনটা হবে কখনও ভাবিনি'', প্রতিক্রিয়া জগদীপ ধনকড়ের