সনৎ ঝাঁ, শিলিগুড়ি: নিয়োগ দুর্নীতি (corruption) সহ একাধিক ইস্যুতে পথে বামেরা (left) । শিলিগুড়িতে (siliguri) মিছিল বামেদের। পরে জনসভা থেকে রাজ্য সরকারকে নিশানা মহম্মদ সেলিমের (mohammed salim)। কটাক্ষ, 'দক্ষিণবঙ্গের মানুষের অনেক দুঃখ ছিল, পাহাড় নেই। এখন তৃণমূল নেতার বাড়ি ঢুকলেই টাকার পাহাড় দেখা যাবে।'


কী বললেন সেলিম?
কয়লা কেলেঙ্কারি থেকে শিক্ষা দুর্নীতি হয়ে ডেঙ্গি-প্রতিরোধে 'ব্যর্থতা', একের পর এক অভিযোগে সরকারকে তীব্র আক্রমণ শানান সিপিএমের রাজ্য সম্পাদক। বলেন, 'আমি যখন এলাম, গত মাসে, তার আগের মাসে, ডেঙ্গির প্রকোপ তখন। আমাদের কমরেডরা অভিযান করছেন, ডেঙ্গি প্রতিরোধ করতে হবে। আমি বললাম, তৃণমূল কি ডেঙ্গি প্রতিরোধ করতে জন্মেছিল? ওঁরা তো একে অন্যকে লেঙ্গি মারতে ব্যস্ত রয়েছে। প্রথম যখন এসেছিল, বলেছিল বিরোধীদের শায়েস্তা করব। এখন প্রত্যেকটা পাড়ায় তৃণমূল তৃণমূলকে শায়েস্তা করছে।' এর পরেই আসে বালি, কয়লা পাথর কেলেঙ্কারির প্রসঙ্গ। মহম্মদ সেলিমের কটাক্ষ,'অনুব্রত মণ্ডলের নেতৃত্বে টাকা উঠেছে। আর সাধারণ মানুষ পিছনে পড়ে রয়েছে।' সঙ্গে জানান, বহু ক্ষেত্রে দেখা যায় সিভিক ভলান্টিয়ারদের সামনে রেখে পুলিশ টাকা তুলছে। কিন্তু এই টাকাগুলো কারা তুলছে? সিপিএম রাজ্য সম্পাদকের কথায়,'ওরা তো যন্ত্র। ওদের দিয়ে টাকা তোলানো হচ্ছে। চন্দন কাঠ পাচার হোক, সোনার বিস্কুট পাচার হোক, এই সব টাকা এহাত, ওহাত ঘুরে কালিঘাটে যাচ্ছে। কোনও ব্যক্তির ব্যাপার নয়, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির পাহাড় তৈরি করেছেন।' শিক্ষাব্যবস্থাকে ধ্বংসেরও অভিযোগ আনেন তিনি। বলেন, 'গোটা সরকারি শিক্ষাব্যবস্থাকে নষ্ট করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার মিলে সরকার শিক্ষাব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিচ্ছে।' এর বিরুদ্ধেই যে লড়তে হবে, সে কথাও স্পষ্ট ধরা পড়ে তাঁর কথায়। 


সভা বিরোধী দলনেতার...
ঘটনাচক্রে এদিনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির 'কুমন্তব্যের' প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের রামনগরে জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, 'চোরেদের রানিমার বিরুদ্ধে লড়তে হবে। আমি আছি, কিছু করতে পারবে না।' তাঁর দাবি, 'সবে তো সকাল হয়েছে, সূর্য উঠেছে।' সঙ্গে স্লোগান, 'চোর ধরো, জেল ভরো।' এও বলেন, 'সব গুছিয়ে রাখছি ভাইপো। তিহাড়ের গেটে দেখা হবে।'


আরও পড়ুন:পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে পেটে গুলি? বন্ধুর বাড়ি থেকে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য