কলকাতা: যাদবপুরের (Jadavpur University Student Death) প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘিরে শহরে একের পর এক প্রতিবাদ মিছিল (Protest Rally)। একদিকে তৃণমূলপন্থী শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পড়ুয়ারা মিছিল করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। একই সঙ্গে অরবিন্দ ভবনের সামনে ছাত্র সংগঠন আইসা-র তৃণমূল বিরোধী স্লোগান। সেই অনুষ্ঠান ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়। অন্য দিকে আবার কলেজ স্ট্রিট অবরোধ করেন এসএফআইয়ের সদস্য়রা।  পার্ক সার্কাসে যাদবপুরে পড়ুয়ামৃত্যুর প্রতিবাদে পথে নেমেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। সব মিলিয়ে দিকে দিকে প্রতিবাদ-বিক্ষোভ।


প্রতিবাদের ছবি...
পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের যে মিছিল বেরোয়, তাঁদের বক্তব্য একটাই 'ন্যায়বিচার চাই।' এক বিক্ষোভকারী বললেন, 'এরকম ঘটনা বার বার ঘটছে। সেটা যেন না হয়, শিক্ষিত সমাজকে সেই বার্তা দিতেই আজ আমরা পথে নেমেছি।' আর এক পড়ুয়া বললেন, 'যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। তার ক্যাম্পাস যাতে Ragging-মুক্ত হয়, সেই লক্ষ্যেই আমাদের এই মিছিল।' বিক্ষোভকারীদের দাবি, এর জন্য যে যে পদক্ষেপ জরুরি তার সবকটাই নিতে হবে কর্তৃপক্ষকে। যাদবপুরের পড়ুয়ামৃত্যুর নেপথ্যে যারা দায়ী তাদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে, সার্বিক ভাবে এমনই দাবিতে সরব বিক্ষোভকারীরা।  
অন্য দিকে, একাধিক সংগঠনের মতো এসএফআইয়েরও দাবি, ঠিক কী হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই নির্যাতিত পড়ুয়ার উপর, তদন্তে জানতে হবে।  


নতুন তথ্য...
পড়ুয়ামৃত্যুর প্রতিবাদে যখন শহরের নানা প্রান্ত উত্তাল, তখনই নতুন তথ্য় প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে খবর, সিনিয়রদের সঙ্গে নবাগত পড়ুয়াদের আলাপ-পর্বের গোটাটাই ভিডিয়োয় তুলে রাখা হত। প্রথম বর্ষের পড়ুয়ার মানসিক নির্যাতনের সময়েও ভিডিয়ো করা হচ্ছিল বলে জেনেছেন তদন্তকারীরা। ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরী ও দুই পড়ুয়া, মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্তর মোবাইল ফোন 
ফরেন্সিক ল্যাবে পাঠানো হচ্ছে বলে খবর। পুলিশ সূত্রে আরও জানা  গিয়েছে, ভিডিয়ো তুলে ছাত্রের মৃত্যুর পর তা মুছে দেওয়া হয়েছিল কি না, সেটা জানতেই ফরেন্সিক পরীক্ষা করা হবে। ভিডিয়ো তোলার বিষয়টি প্রথম বর্ষের অন্যান্য পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পুলিশ। গতকাল যাদবপুর থানায় পড়ুয়া ও প্রাক্তনী মিলিয়ে ৭ জনকে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে আরও জানা যায়। পাশাপাশি, ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত ৩ জনকেও লালবাজারে জেরা করা হচ্ছে। 


আরও পড়ুন:এবার ক্রিকেটেও লাল কার্ড! অভিনব নিয়ম চালু করছে সিপিএল কৃর্তপক্ষ