সঞ্চয়ন মিত্র ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: পার্ক সার্কাস মার্কেট (Park Circus) নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipality Corporation)। কিন্তু তারজন্য অস্থায়ীভাবে সরে যেতে নারাজ ব্যবসায়ীরা। তাঁদের দাবি, তাঁদেরকে রেখেই বিভিন্ন অংশে ভাগ করে তৈরি হোক নতুন মার্কেট!


মার্কেট নতুন করে তৈরি করতে চাইছে পুরসভা। কিন্তু তারজন্য জায়গা ছাড়তে বেঁকে বসেছেন ব্যবসায়ীরা। আর এ নিয়েই বিতর্ক তৈরি হয়েছে পার্ক সার্কাসে! কলকাতা পুরসভার অধীনে পার্ক সার্কাস মার্কেট। এখানে প্রায় পাঁচশো জন ব্যবসায়ী রয়েছেন। 


সম্প্রতি কলকাতা পুরসভা (KMC) এই মার্কেট ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ী সমিতির দাবি, ব্যবসায়ীদের মৌখকভাবে পার্ক সার্কাস ময়দানে সরে যেতে বলা হয়েছে। কিন্তু এমনটা করতে নারাজ তাঁরা। ব্যবসায়ীদের দাবি, এক একটি অংশ করে মার্কেট তৈরি করা হোক। না হলে তাঁদের ব্যবসায় ক্ষতি হবে। 


পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গিরীন্দ্রচন্দ্র পাল বলছেন, আমরা উন্নয়নের বিপক্ষে নই। কিন্তু অন্য জায়গায় চলে গেলে আমাদের ব্যবসা চলবে না। তাই আমরা বলছি, একটা একটা দিক করে তৈরি হোক। এ নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছে পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ী সমিতি। 


পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ী সিমিতির যুগ্ম সম্পাদক আবদুল্লা আনসারি বলছেন, আমাদের মৌখিকভাবে উঠে যেতে বলেছে। আমরা মেয়র পারিষদের সঙ্গে কথা বলেছিলাম। বলেছে, উঠে যেতেই হবে। এর আগেও যখন বামেরা ক্ষমতায় ছিল, তখই এটা রিলায়েন্সকে বেঁচে দেওয়ার চেষ্টা করেছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee) এমপি ছিলেন। তিনি এসে মিছিল করেছিলেন। বলেছিলেন, কোথাও সরানো যাবে না। আমরা চাই, উনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, নিজের কথা রাখুন।


কী বলছে পুরসভা? কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কথায়, টুডেস পেন, টুমরোস গেন। উঠে যেতেই হবে।  এ নিয়ে পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছে পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ী সমিতি।                                                                  


আরও পড়ুন: Egra Incident Update: ভাইয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন, এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানুর স্ত্রী গ্রেফতার